অমেঠি: উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সে রাজ্যের প্রশাসন। অমেঠির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani) ওই সরকারি আধিকারিক ফোনে চিনতে পারেননি বলেই জানা গিয়েছে। প্রশাসনের কর্তারা জানিয়েছেন, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণে ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্তের সিদান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী সংসদীয় এলাকার অন্তর্গত মুসাফিরখানা তালুকার পুরে পেহলবান গ্রামের করুণেশ নামের এক বাসিন্দা ২৭ অগস্ট স্মৃতি ইরানির কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন যে, সরকারি স্কুলের শিক্ষক হিসেবে কর্মতর তাঁর বাবার মৃত্যুর পর তাঁর মায়ের পেনশন পাওয়ার কথা। কিন্তু ওই সরকারি আধিকারিক এখনও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেনি, ফলে পেনশন মিলছে না। এই অভিযোগ পেয়ে সটান ওই সরকারি আধিকারিককে ফোন করেন কেন্দ্র মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। কিন্তু ফোনে মন্ত্রীকে চিনতে অস্বীকার করেন অভিযুক্ত সরকারি আধিকারিক।
অমেঠি শিশু উন্নয়ন আধিকারিক অঙ্কুর লাথার সোমবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই ব্যক্তির থেকে অভিযোগ পাওয়ার পর জানা গিয়েছে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের কর্তব্যে গাফিলতি রয়েছে। লাথার জানিয়েছেন, মুসাফির খানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে এই মর্মে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যার ভিত্তিতে পদক্ষেপ করা হতে পারে।
শনিবার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে মায়ের পেনশনের বিষয় নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলেন করুণেশ। অভিযোগ পেয়ে মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করেন। কিন্তু সরকারি আধিকারিক ফোনে মন্ত্রীকে চিনতে পারেননি। এরপর কেন্দ্রীয় মন্ত্রীর থেকে ফোন নিয়ে শিশু উন্নয়ন আধিকারিক তাঁকে দেখা করতে বলেন।