লখনউ: অনাথ বাচ্চাদের বিশ্বমানের শিক্ষা দেওয়ার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ করল যোগী আদিত্যনাথের সরকার। কেবল অনাথ নয়, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী সন্তানরাও এই সুযোগ পাবেন। এ জন্য উত্তর প্রদেশের ১৬টি জেলায় তৈরি করা হয়েছে বিশেষ আবাসিক স্কুল। অটল রেসিডেন্সিয়াল স্কুল থাকবে উচ্চমানের শিক্ষার ব্যবস্থা, ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব। এই সব স্কুলে হস্টেল পরিষেবা থাকবে। তা বিনামূল্যে দেওয়া হবে দুঃস্থ এবং অনাথ বাচ্চাদের।
অটল রেসিডেন্সিয়াল স্কুলে তৈরি হয়েছে উত্তর প্রদেশের আজমগড়, বাস্তি, লখনউ, অযোধ্যা, বুলন্দশহর (মীরাট), গোন্ডা, গোরক্ষপুর, ললিতপুর (ঝাঁসি), প্রয়াগরাজ, সোনভদ্রা (মির্জাপুর), মুজফ্ফরনগর (শাহরানপুর), বান্দা, আলিগড়, আগ্রা, আলিগড়, বারাণসী, কানপুর, বরেলী এবং মোরাদাবাদে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হবে এই সব স্কুলে। অগস্টের শেষ থেকেই ১৬টি স্কুলে পড়াশোনা শুরু হয়ে যাবে। বাকি ২ স্কুলে পড়াশোনা শুরু হবে এই বছরের শেষ থেকে। এই সব স্কুলে তৈরিতে খরচ হয়েছে ১১৮৯.৮৮ কোটি টাকা।
এ বছর এপ্রিল মাসেই এই সব স্কুলের প্রিন্সিপাল নিয়োগের কাজ সম্পন্ন হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং শিক্ষক নিয়োগও হয়েছে বলে জানা গিয়েছে। এই সব স্কুলের পড়ুয়ারা বিনামূল্যে হস্টেলে থাকার সুবিধা পাবে। সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব, গণিত ল্যাব, সোশ্যাল সায়েন্স ল্যাব, অটল থিঙ্কিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল ল্যাব থাকবে স্কুলগুলিতে। স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির প্রক্রিয়াও শেষ হয়েছে। এবং অপেক্ষা শুধু ক্লাস শুরুর।