Police Constable: মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল ও তাঁর দাদা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 03, 2023 | 8:42 PM

Uttar Pradesh: বিয়ের প্রতিশ্রুতিতে একাধিকবার তাঁর সঙ্গে অভিযুক্ত শারীরিক সম্পর্ক করেছেন বলে জানিয়েছেন ওই মহিলা। যার জেরে তিনি অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন। এর পর নিজের দাদার বাড়িতে নিয়ে গিয়ে অভিযুক্ত দুই ভাই তাঁকে ফের গণধর্ষণ করেন বলে অভিযোগ নির্যাতিতার।

Police Constable: মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল ও তাঁর দাদা
প্রতীকী ছবি

Follow Us

শাহারানপুর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গণধর্ষণের অভিযোগ। এক পুলিশ কনস্টেবল ও তাঁর দাদার বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুলিশকর্মী ও তাঁর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের শাহারানপুর জেলায়। গোটা ঘটনার কথা ওই জেলার পুলিশ সুপারকে চিঠি লিখে জানান নির্যাতিতা। সেই চিঠিতে তিনি লিখেছেন, অভিযুক্ত কনস্টেবলের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। অভিযুক্ত তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছেন ওই মহিলা। বিয়ের প্রতিশ্রুতিতে একাধিকবার তাঁর সঙ্গে অভিযুক্ত শারীরিক সম্পর্ক করেছেন বলে জানিয়েছেন ওই মহিলা। যার জেরে তিনি অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন। এর পর নিজের দাদার বাড়িতে নিয়ে গিয়ে অভিযুক্ত দুই ভাই তাঁকে ফের গণধর্ষণ করেন বলে অভিযোগ নির্যাতিতার।

পুলিশকর্মীর হাতে গণধর্ষণের শিকার হতে হল উত্তর প্রদেশের বাসিন্দা এক মহিলাকে। ওই মহিলা জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিক বার শারীরিক সম্পর্ক করেছিলেন অভিযুক্ত পুলিশ কনস্টেবল। এর জেরে দুবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন নির্যাতিতা। তখন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এর পর এক হলফনামা দিয়ে নির্যাতিতাতে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত কনস্টেবল। কিন্তু তার পরই তাঁকে অভিযুক্ত পুলিশকর্মী বিয়ে করেননি বলে অভিযোগ। এর পর নির্যাতিতাকে নিদের দাদার বাড়ি নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত কনস্টেবল। সেখানে বন্দুক দেখিয়ে অভিযুক্ত কনস্টেবল ও তাঁর দাদা গণধর্ষণ করে বলে অভিযোগ। উপায় না দেখে পুলিশ সুপারকে গোটা ঘটনার কথা জানান নির্যাতিতা।

সেই চিঠি পেয়ে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত পুলিশকর্মী ও তাঁর দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

Next Article