উন্নাও: নিজের বাবাকে খুন করে গিয়েছে জেলে। তিন মাসের জামিনে জেল থেকে ছাড়া পেয়েছে। জেল থেকে বেরিয়ে পাশের বাড়ির ৫ বছরের মেয়েকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। মেয়েটির বাড়ির লোক চলে আসতেই ছাদ থেকে ছুড়ে ফেলে দিয়েছেন বাচ্চা মেয়েকে। গুরুতর আহত অবস্থায় বাচ্চা মেয়েটি ভর্তি হাসপাতালে। মৃত্যু সঙ্গে এখন পাঞ্জা লড়ছে সে। নাবালিকা ধর্ষণে অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাও জেলায়।
৫ বছরের বাচ্চাকে ধর্ষণে অভিযুক্ত যুবকের নাম লবকুশ ওরফে গুড্ডু। উন্নাও জেলার হাসানগঞ্জ থানার অন্তর্গত একটি গ্রামে বাড়ি তার। নিজের বাবাকে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে জন্য জেলেই ছিল সে। তিন মাসের জামিনে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েই ঘৃ্ণ্য কাজে লিপ্ত হল।
জানা গিয়েছে, ৫ বছরের নাবালিকাকে লজেন্সের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল সে। সেখানেই বাচ্চাকে ধর্ষণের অভিযোগ উঠেছে গুড্ডুর বিরুদ্ধে। বাচ্চাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার বাড়ির লোকেরা। তখন গুড্ডুর বাড়ি থেকে বাচ্চার কান্নার শব্দ শোনা যায়. তা শুনেই গুড্ডুর বাড়িতে আসে নাবালিকার বাবা-মা। দরজা খটখট করতেই ঘাবড়ে যায় অভিযুক্ত গুড্ডু। তখনই ছাদ থেকে ছুড়ে ফেলে দেয় নাবালিকাকে। এবং নিজেরও পালিয়ে যায় বাড়ি থেকে। ছাদ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়েছে অত্যাচারিতা নাবালিকা। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নাবালিকাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন ওই নাবালিকা।
তবে এই ঘটনার পর থেকেই পালিয়ে গিয়েছে নিজের বাবাকে খুনে অভিযুক্ত গুড্ডু। ঘটনার নিয়ে হাসানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা নাবালিকার পরিবারের লোকেরা। ওই থানার সার্কেল অফিসার রাজকুমার শুক্ল জানিয়েছেন, পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।