UPSC Aspirant: ঘুমিয়েই ৯ লক্ষ টাকা জিতে নিলেন UPSC পরীক্ষার্থী, কীভাবে যোগ দেবেন এই প্রতিযোগিতায়?
UPSC Aspirant Won 9 Lakh Rupees: প্রতি রাতে ৯ ঘণ্টা ঘুমিয়ে এই প্রতিযোগিতায় জয় লাভ করেছেন তিনি। পেয়েছে গিয়েছে ৯.১ লক্ষ টাকার পুরষ্কার। পূজার সঙ্গে যোগ দেওয়া বাকি প্রতিযোগীরা পেয়েছেন ১ লক্ষ টাকা করে।

নয়াদিল্লি: ঘুমিয়ে আয় নয় লক্ষ টাকা। এমনটাও আবার হয় নাকি? শুনতে আশ্চর্য লাগলেও এটা কিন্তু একেবারে সত্যি। প্রতি বছরই দেশজুড়ে একটি ঘুমানোর প্রতিযোগিতা করিয়ে থাকে ‘ওয়েক ফিট’ নামে এক সংস্থা। দেশজুড়ে পাওয়া এক লক্ষ আবেদনকারীর থেকে ১৫ জনকে বিশেষ পদ্ধতিতে বাছাই করে এই প্রতিযোগিতার আয়োজন করে ওয়েক ফিট।
এই বছর সেই প্রতিযোগিতাতেই জয় লাভ করেছেন পুনের UPSC পরীক্ষার্থী পূজা মাধব ওবহাল। মোট দুই মাস ধরে প্রতি রাতে ৯ ঘণ্টা ঘুমিয়ে এই প্রতিযোগিতায় জয় লাভ করেছেন তিনি। পেয়ে গিয়েছেন ৯.১ লক্ষ টাকার পুরষ্কার। পূজার সঙ্গে যোগ দেওয়া বাকি প্রতিযোগীরা পেয়েছেন ১ লক্ষ টাকা করে।
শুনে প্রতিযোগিতায় নাম লেখাতে ইচ্ছা করছে? জেনে নিন কীভাবে এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আবেদন করতে হবে। সংস্থা তরফে জানা গিয়েছে, আবেদনকারীকে কমপক্ষে ২২ বছর বা তার থেকে বেশি বয়সের হতে হবে। এর আগে মোট তিনটি সিজন হয়েছিল।
এই বছর প্রতিযোগিতার চতূর্থ সিজনের আয়োজন হয়। সেখানেই প্রথম হন পূজা। তবে এর পরের বছর থেকে কিন্তু তিনি আর এই প্রতিযোগিতায় নাম লেখাতে পারবে না্। সংস্থার নিয়ম বলছে, একজন আবেদনকারী, তার নাম নির্বাচন হোক, সে জিতুক বা হারুক। আবেদন এক বারই করতে পারবে।





