Son Killed mother: বিয়েবাড়ি যেতে চেয়েছিলেন মহিলা, ৮০ বার কুপিয়ে ক্ষতবিক্ষত করল ছেলে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 03, 2023 | 7:49 PM

Rajasthan: জানা গিয়েছে, ছেলের হাতে খুন হওয়া মহিলার নাম মঞ্জু। ৪৬ বছর বয়সী ওই মহিলা এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিজের ভাইয়ের বাড়িতে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু মঞ্জুর ছেলে সুনীল চাইছিলেন না তাঁর মা বিয়েবাড়িতে যাক। মায়ের বিয়ে বাড়ি যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি। কিন্তু আত্মীয়ের বিয়েতে যাওয়ার ব্যাপারে অনড় ছিলেন ওই মহিলা।

Son Killed mother: বিয়েবাড়ি যেতে চেয়েছিলেন মহিলা, ৮০ বার কুপিয়ে ক্ষতবিক্ষত করল ছেলে
প্রতীকী ছবি

Follow Us

জয়পুর: মাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ভয়াবহ এই খুনের ঘটনা সম্প্রতি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারা জেলার পুর শহরে। ৮০ বার মাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ছেলেরে বিরুদ্ধে। মাকে খুনে অভিযুক্ত ছেলের নাম সুনীল। তাঁর বয়স ২৫ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিয়েবাড়িতে যেতে চেয়েছিলেন মৃত মহিলা। আত্মীয়ের বিয়েতে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিলেন ওই মহিলা। সে সময় মৃত মহিলার স্বামী তথা খুনে অভিযুক্তের বাবা বাড়িতে ছিলেন না। তিনি গিয়েছিলেন বাজারে। সে সময় ছেলের সঙ্গে মায়ের তর্কাতর্কি হয়। এর পরই মাকে ছুরি দিয়ে ৮০ বার কুপিয়ে খুন করেন ছেলে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ছেলের হাতে খুন হওয়া মহিলার নাম মঞ্জু। ৪৬ বছর বয়সী ওই মহিলা এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিজের ভাইয়ের বাড়িতে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু মঞ্জুর ছেলে সুনীল চাইছিলেন না তাঁর মা বিয়েবাড়িতে যাক। মায়ের বিয়ে বাড়ি যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি। কিন্তু আত্মীয়ের বিয়েতে যাওয়ার ব্যাপারে অনড় ছিলেন ওই মহিলা। তাঁর ছেলে তা আটকানোর চেষ্টা করছিলেন। এ নিয়েই মা-ছেলের মধ্যে ঝগড়াও লাগে। সে সময় বাড়িতে ছিলেন না মঞ্জুর স্বামী। মঞ্জুও ব্যাগ গোছাচ্ছিলেন। সে সময়ই অভিযুক্ত সুনীল মঞ্জু উপর ছুরি নিয়ে হামলা চালায়। ৮০ বার ছুরি দিয়ে কুপিয়ে ক্ষমবিক্ষত করে দেয় নিজের মাকে।

মাকে খুন করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত ছেলে। যদিও পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সুনীল কম্পিউটার নিয়ে পড়াশোনা করলেও কোনও চাকরি পাননি। তাঁর বাবা কৃষক ছিলেন।

Next Article