AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘ভারতের গুরুত্ব কতটা, তা হয়তো জানেন না’, প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফর নিয়ে উচ্ছ্বসিত কংগ্রেস সদস্যরাও

PM Modi's US Visit: মার্কিন কংগ্রেসের প্রতিনিধি শিলা জ্যাকশন লি-ও প্রধানমন্ত্রী মোদীর আসন্ন মার্কিন সফর নিয়ে বলেন, "মার্কিন কংগ্রেসে  বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী, কংগ্রেস এর দিকে তাকিয়ে রয়েছে।"

PM Narendra Modi: 'ভারতের গুরুত্ব কতটা, তা হয়তো জানেন না', প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফর নিয়ে উচ্ছ্বসিত কংগ্রেস সদস্যরাও
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 12:16 PM
Share

ওয়াশিংটন: পেয়েছেন বিশেষ আমন্ত্রণ, আগামী সপ্তাহেই মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। একদিকে তিনি যেমন মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখবেন, পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজিত বিশেষ নৈশভোজেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী মোদীর এই সফর নিয়ে উচ্ছসিত ভারত ও আমেরিকা-দুই দেশই। প্রধানমন্ত্রী মোদীর এই বিশেষ সফর নিয়ে মার্কিন সাংসদ রিচার্ড ম্য়াককরমিক এ দিন বলেন, “অনেকেই হয়তো বুঝতে পারেন না যে ভারত কতটা গুরুত্বপূর্ণ। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানে (আমেরিকা) আসা  এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা জরুরি।”

এ দিন সংবাদসংস্থা এএনআই-র মুখোমুখি হয়ে জর্জিয়ার কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক বলেন, “আমার মনে হয় না অনেকে বুঝতে পারেন যে ভারত কতটা গুরুত্বপূর্ণ। সেই কারণে প্রধানমন্ত্রী মোদীর এখানে আসা এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা জরুরি। যারা ভারতের গুরুত্ব কী, জানেন না, তারা সংখ্যার ক্ষমতা, শিল্পাঞ্চলের পরিমাণ, চিনের সঙ্গে তাল মিলিয়ে পণ্য উৎপাদনের পরিমাণও জানেন না। ডব্লুটিও-র নিয়ম ভাঙার বদলে অনুসরণ করে ভারত। এমন অংশীদারই তো আমাদের প্রয়োজন।”

মার্কিন কংগ্রেসের অপর প্রতিনিধি শিলা জ্যাকশন লি-ও প্রধানমন্ত্রী মোদীর আসন্ন মার্কিন সফর নিয়ে বলেন, “মার্কিন কংগ্রেসে  বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী, কংগ্রেস এর দিকে তাকিয়ে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। আমরা মিলিতভাবে কী কাজ করতে পারি এবং বিভিন্ন সমস্যার সমাধান সূত্র নিয়ে প্রধানমন্ত্রী মোদী কী বলেন, তা আমরা অত্যন্ত আগ্রহ নিয়ে শুনব।”

উল্লেখ্য়, এর আগে একাধিক ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসের অধিবেশনে অংশ নিলেও, নরেন্দ্র মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি দ্বিতীয়বারের জন্য মার্কিন কংগ্রেসে বক্তব্য় রাখার আমন্ত্রণ পেয়েছিলেন। এর আগে ২০১৬ সালের জুন মাসে তিনি বক্তব্য রেখেছিলেন মার্কিন কংগ্রেসে। ১৯৮৫ সালে রাজীব গান্ধী, ১৯৯৪ সালে পিভি নরসিমহা রাও, ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ী, ২০০৫ সালে মনমোহন সিং মার্কিন কংগ্রেসে বক্তব্য রেখেছিলেন।