PM Narendra Modi: বাইডেনের জরুরি ফোন মোদীকে, কথা হল বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে

Aug 26, 2024 | 11:47 PM

PM Narendra Modi: মোদী বলেছেন, ভারত সর্বদাই শান্তি বজায় রাখার পক্ষে। আমেরিকা ও ভারত দুদেশই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বদ্ধ পরিকর। এর পাশাপাশি ইউক্রেন ইস্যুতেও কথা হয়েছে দু'পক্ষের। ভারত যে প্রথম থেকেই আলোচনার দ্বারা রাশিয়া-ইউক্রেনের সংঘাতে ইতি টানার পক্ষে, সেই বিষয়টি আরও একবার বাইডেনকে জানিয়ে দেন তিনি।

PM Narendra Modi: বাইডেনের জরুরি ফোন মোদীকে, কথা হল বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে
বাইডেনের সঙ্গে কথা মোদীর
Image Credit source: x handel

Follow Us

নয়া দিল্লি: দু’দিন আগে পোল্যান্ড ও ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফর শেষ করে দেশে ফেরার পরই প্রধানমন্ত্রীকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই ঝটিকা সফরের পরই সোমবার প্রথম কথা দু’দেশের প্রধানের। সেই কথোপকথনে একদিকে যেমন উঠে এসেছে ইউক্রেনের প্রসঙ্গ। তেমনই বাংলাদেশের পরিস্থিতি নিয়েও দু’দেশের প্রধানের কথা হয়েছে বলে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদী বলেছেন, ভারত সর্বদাই শান্তি বজায় রাখার পক্ষে। আমেরিকা ও ভারত দুদেশই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বদ্ধ পরিকর। এর পাশাপাশি ইউক্রেন ইস্যুতেও কথা হয়েছে দু’পক্ষের। ভারত যে প্রথম থেকেই আলোচনার দ্বারা রাশিয়া-ইউক্রেনের সংঘাতে ইতি টানার পক্ষে, সেই বিষয়টি আরও একবার বাইডেনকে জানিয়ে দেন তিনি। দ্রুত যাতে শান্তি ফেরে, সেজন্য ভারত সরকার সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত করতে বলে জানিয়েছেন মোদী। এর পাশাপাশি ইউক্রেনের পরিদর্শন করে সেখানকার সামগ্রিক পরিস্থিতির কথা বাইডেনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে এখানেই শেষ নয়, একই সঙ্গে বাংলাদেশ ইস্যুতেও কথা হয়েছে দু’পক্ষের। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক ছন্দে ফিরে আসে,বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিতের উপরও জোর দেন বলে নয়া দিল্লির তরফে জানা যাচ্ছে।

Next Article