Video: দিল্লি বিমানবন্দরে নেমেই নাবালিকাকে আলিঙ্গন বাইডেনের, কে এই মায়া?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 08, 2023 | 9:58 PM

Joe Biden: এদিন সন্ধ্যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে নামেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি.কে সিং। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত-সহ অন্যান্য নেতারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁদের থেকে উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করার পরই এক নাবালিকার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।

Video: দিল্লি বিমানবন্দরে নেমেই নাবালিকাকে আলিঙ্গন বাইডেনের, কে এই মায়া?
দিল্লি বিমানবন্দরে কিশোরীকে আলিঙ্গন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: জি-২০ সামিটে (G-20 Summit) যোগ দিতে নয়া দিল্লিতে এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধ্যায় দিল্লি এসে পৌঁছন তিনি। তারপর ৭ লোকমান্য মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যান মার্কিন প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রনেতা (Modi-Biden) বৈঠক করেন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের বিমান থেকে নামার পর মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক নাবালিকাকে আলিঙ্গন করছেন বাইডেন (US President)। মার্কিন প্রেসিডেন্টের এই ভিডিয়ো ঘিরে নানান জল্পনা শুরু হয়েছে। কে এই নাবালিকা?- এখন এমন প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে।

ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?

এদিন সন্ধ্যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে নামেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি.কে সিং। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত-সহ অন্যান্য নেতারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁদের থেকে উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করার পরই এক নাবালিকার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। তারপর তাকে আলিঙ্গনও করেন জো বাইডেন।

কে এই নাবালিকা?

জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলিঙ্গন করা নাবালিকার নাম মায়া জুয়ানিতা গারসেট্টি। ১২ বছর বয়সি মায়া মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টির একমাত্র মেয়ে। মার্কিন প্রেসিডেন্টকে ভারতে অভ্যর্থনা জানাতেই বাবার সঙ্গে মায়া এসেছিল বিমানবন্দরে। এই কিশোরীর আন্তরিক অভিনন্দন সাদরে গ্রহণ করেন মার্কিন প্রেসিটডেন্ট জো বাইডেন।

প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রীর বাসভবনের মোদী ও বাইডেনকে বেশ খোশমেজাজে আলোচনা করতে দেখা যায়। বাইডেনকে স্বাগত জানানোর জন্য বাসভবনের বাইরে অপেক্ষা করছিলেন নমো। বাইডেন গাড়ি থেকে নামতেই করমর্দন করে পরস্পরকে অভিবাদন জানান। তারপর হাঁটতে হাঁটতে বাসভবনের ভিতরে যাওয়ার সময় একে-অপরের কাঁধে হাত দিয়েও কথা বলতে দেখা যায়। এদিনের এই দ্বিপাক্ষিক বৈঠক আগামী দিনে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মত কূটনৈতিক মহলের।

Next Article