Conversion: প্রেমের টানে আশিস হলেন ইউসুফ! বাড়িতে বউ জানতে পেরেই যা করলেন…

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 30, 2023 | 6:36 AM

Uttar Pradesh: গত সেপ্টেম্বর মাসে ধর্মান্তরিত হন ওই ব্যক্তি। মসজিদের দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তিই প্রথম জানান যে মুসলিম নন, এমন এক ব্যক্তি নমাজ পড়তে আসছেন। মসজিদ কমিটি সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। তখন ওই ব্যক্তি জানান যে সম্প্রতিই ধর্মান্তরিত হয়েছেন তিনি।

Conversion: প্রেমের টানে আশিস হলেন ইউসুফ! বাড়িতে বউ জানতে পেরেই যা করলেন...
ধৃত আশিস গুপ্তা।
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: ছিলেন হিন্দু, রাতারাতি হয়ে গেলেন মুসলিম। তাও আবার বিয়ে করার জন্য। এদিকে বাড়িতে রয়েছে স্ত্রী। বিবাহিত হওয়া সত্ত্বেও এক মুসলিম মহিলার প্রেমে পড়েই এমন কাণ্ড ঘটালেন সরকারি কর্মী। প্রেমিকাকে বিয়ে করবেন, ঠিক তার আগেই স্বামীর কাণ্ড জানতে পেরে গেলেন স্ত্রী। সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানালেন। এদিকে এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মৌদাহায়। আশিস গুপ্তা নামক ওই ব্যক্তি রাজস্ব বিভাগে তহশিলদার পদে কর্মরত। সম্প্রতিই তাঁর স্ত্রী জানতে পারেন, অন্য় এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে স্বামীর। তাঁকে বিয়ে করার জন্য মুসলিম ধর্মে ধর্মান্তরিতও হয়েছেন। তাঁর নতুন পরিচয় মহম্মদ ইউসুফ।

স্ত্রী জানতে পেরেই অফিসে খোঁজ-খবর নেন। অফিসের আধিকারিকরাও চমকে যান এই খবর শুনে। এরপরই আশীষ গুপ্তের নামে পুলিশে অভিযোগ জানায় স্ত্রী। বৃহস্পতিবার তাঁকে কাজ থেকেও বিতাড়িত করা হয়। জানা গিয়েছে, ওই তহশিলদারের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করা হয়। সেখানে তাঁর বিরুদ্ধে এমপ্লয়ি কোড ভাঙার অভিযোগ আনা হয়েছে। সরকারের কাছে তাঁর বিরুদ্ধে তৈরি রিপোর্টও জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশিস গুপ্তা ছাড়াও তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আরও তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই সকলকে গ্রেফতার করা হয়েছে ধর্মান্তকরণে মদত দেওয়ার জন্য। ওই ব্যক্তির প্রেমিকা মুসলিম মহিলাকেও খোঁজা হচ্ছে।

জেরায় জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ধর্মান্তরিত হন ওই ব্যক্তি। মসজিদের দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তিই প্রথম জানান যে মুসলিম নন, এমন এক ব্যক্তি নমাজ পড়তে আসছেন। মসজিদ কমিটি সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। তখন ওই ব্যক্তি জানান যে সম্প্রতিই ধর্মান্তরিত হয়েছেন তিনি। এরপরই ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করেন যে মুসলিম মহিলাকে বিয়ে করার জন্য জোর করে ধর্মান্তকরণ করানো হয়েছে।