Uttar Pradesh: কনের বান্ধবী বরকে খাওয়াতে এলেন মিষ্টি, প্রথমে লজ্জা পেলেও, পরে সকলের সামনে যা করলেন তিনি…

Uttar Pradesh: ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বর খেতে বসেছেন। তাঁকে ঘিরে রয়েছেন অনেক আত্মীয়। সামনে দাঁড়িয়ে এক যুবতী। বরকে চামচে গোলাপজাম খাওয়ানোর চেষ্টা করছেন।

Uttar Pradesh: কনের বান্ধবী বরকে খাওয়াতে এলেন মিষ্টি, প্রথমে লজ্জা পেলেও, পরে সকলের সামনে যা করলেন তিনি...
সেই বিশেষ মুহূর্তImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 5:10 PM

উত্তরপ্রদেশ: বিয়েতে অনেক ধরনের রীতি থাকে। এমন কিছু কিছু রীতি থাকে, যা অনেকক্ষেত্রেই অস্বস্তিতে ফেলে বর-কনেকে। আবার সেগুলোই আত্মীয়দের মজার কারণ হয়ে ওঠে। বিয়ের দিনের বিশেষ মুহূর্তগুলোকে অনেকেই মোবাইল বন্দি করে রাখেন। অনেক মজার ভিডিয়ো সামাজিক মাধ্যমে দেন। আর সেই সমস্ত ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে যায়। সেরকমই একটি বিয়ের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে। আর তাতে বরের কীর্তি দেখে উঠছে হাসির রোল।

ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বর খেতে বসেছেন। তাঁকে ঘিরে রয়েছেন অনেক আত্মীয়। সামনে দাঁড়িয়ে এক যুবতী। বরকে চামচে গোলাপজাম খাওয়ানোর চেষ্টা করছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনেকক্ষণ ধরেই বর মাথা নীচু করে বসে রয়েছেন। দৃশ্যত লজ্জা পাচ্ছেন। আর মিষ্টি নিয়ে সামনে দাঁড়িয়ে সেই যুবতী। চামচ বরের মুখের কাছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবাই হাসি মজা করছেন। আর সেই ফাঁক হঠ্ করেই বড় হা করে মিষ্টি মুখে ঢুকিয়ে নেন বর। আর ঘটনার আকস্মিকতায় চমকে যান ওই যুবতী। রীতিমতো ভয়ে কেঁপে ওঠেন। আর পাশে থাকা সকলেই হেসে ফেলেন।