লখনউ: দিল্লির শ্রদ্ধা কাণ্ডের (Shraddha Walker Murder Case) রেশ যেন কাটতেই চাইছে না। চলতি সপ্তাহের শুরুতেই দিল্লির নৃশংস খুন ও দেহ কেটে টুকরো করার ঘটনার পুনরাবৃত্তি হয় উত্তর প্রদেশে (Uttar Pradesh)। এক যুবক প্রাক্তন প্রেমিকাকে খুন করে, দেহ ৬টুকরো করে। ওই ঘটনার তদন্ত শুরু হতে না হতেই ফের একই ধরনের আরেকটি খুনের ঘটনাও সামনে এল। এবারও ঘটনাস্থল উত্তর প্রদেশ। সে রাজ্যের সীতাপুরের বাসিন্দা এক মহিলাকে খুন করে দেহ কুচিকুচি করে দূরে ফেলে দিল তাঁর স্বামীই। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত হিসাবে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর সীতাপুর জেলার রামপুর কালান এলাকা থেকে এক যুবতীর খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করা হয়। দেহের একাধিক টুকরো বিভিন্ন জায়গা জুড়ে ছড়িয়ে থাকায় প্রথমে চিহ্নিতকরণে সমস্যা হয়। পরে জানা যায়, ওই দেহটি জ্যোতি ওরফে স্নেহা নামক এক যুবতীর। তাঁর স্বামীর নাম পঙ্কজ মৌর্য। স্ত্রীর কাটা দেহ উদ্ধার নিয়ে একাধিক গল্প ফাঁদলেও, বারংবার বয়ান বদল করায় বিশ্বাস করেনি পুলিশ। পরে কড়া জেরার মুখে পড়ে পঙ্কজ স্বীকার করে নেন তিনিই স্ত্রীকে খুন করেছেন। এক বন্ধুর সাহায্য নিয়ে সেই দেহ বিভিন্ন জায়গায় ফেলে আসে। আশেপাশেই জঙ্গল থাকায়, বুনো জন্তু এসে সেই দেহের টুকরোগুলি খেয়ে নেবে, এমনটাই ভেবেছিলেন তিনি। কিন্তু তার আগেই দেহের টুকরো স্থানীয় বাসিন্দাদের নজরে আসে।