বরেলি: শাবানা নামের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কৃষ্ণপাল নামের এক যুবকের। ৮ বছরের প্রেমের সম্পর্ক তাঁদের। সম্প্রতি তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু ২ জনের ধর্ম আলাদা। শাবানা মুসলিম এবং কৃষ্ণপাল হিন্দু। শেষে তাঁরা ঠিক করেন হিন্দু ধর্মমতেই করবেন বিয়ে। কিন্তু তাঁদের বাড়ির লোকের সম্মতি ছিল না এই বিয়েতে। এ জন্য এক আশ্রমের শরণাপন্ন হয়েছিলেন ২ জনে। সেখানেই ওই মুসলিম যুবতী স্বেচ্ছায় হিন্দু ধর্মগ্রহণ করেন। গোবর, গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হয় শাবানাকে। নাম পরিবর্তনও করা হয়। এর পর কৃষ্ণপালের সঙ্গে হিন্দু ধর্মমতে বিয়ে করেন দুজনে। এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বরেলিতে।
জানা গিয়েছে, বরেলির হাফিজগঞ্জ থানা এলাকার আমেদাবাদ গ্রামের বাসিন্দা কৃষ্ণপাল এবং শাবানা। দীর্ঘ ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। ফোনে কথা বলার পাশাপাশি প্রায়শই দেখা করতেন তাঁরা। কৃষ্ণপালের সঙ্গে মিশেই হিন্দু ধর্মে বিশ্বাস তৈরি হয় শাবানার। এবং কৃষ্ণপালকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করেন তিনি।
বিয়ের জন্য তাঁরা শরণাপন্ন হয়েছিলেন মাধিনাথে অবস্থিত অগস্ত্য মুনির আশ্রমের। সেখানকার পণ্ডিত কেকে শঙ্খধর শাবানার ধর্মপরিবর্তন এবং শুদ্ধিকরণের কথা বলেন। শাবানাও তাতে রাজি ছিলেন। গোবর, গোমূত্র এবং গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ হয় শাবানার। তাঁর নতুন নাম হয় পূজা যাদব। তার পর হিন্দু ধর্মের সমস্ত রীতি মেনে কৃষ্ণপালের সঙ্গে বিয়ে হয় পূজার। এখন এক সঙ্গে সংসার করছেন ২ জনে। ধর্ম আলাদা থাকলেও এ ভাবেই পরিণতি পেল তাঁদের প্রেম।