শাহজাহানপুর: মেডিকেল কলেজের ঘর তো নয়, যেন বৃন্দাবন। প্রথম দেখায় তাই মনে হতে পারে। উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার সরকারি মেডিকেল কলেজের ভিতরেই ‘অশ্লীল’ কাজকর্ম করার অভিযোগ উঠল কলেজের দুই প্যারামেডিক্যাল শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই ওই ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা জানা যায়নি। সম্প্রতি ভিডিয়োটি ভাইরাল হতেই, এই বিষয়টি জানাজানি হয়েছে। ভিডিয়োতে প্যারামেডিক্যাল বিভাগের ছাত্র-ছাত্রীদের একটি হলঘরে বসে থাকতে দেখা গিয়েছে। বেশ কয়েকজন জোড়ায় জোড়ায় বসেছিলেন। তাদের মধ্যে অন্তত একটি ছেলে এবং একটি মেয়েকে চুম্বন করতে এবং আপত্তিকর কাজ-কর্ম করতে দেখা গিয়েছে। ভিডিয়োটির কথোপকথন পুরোপুরি স্পষ্ট না হলেও, সম্ভবত ওই বিভাগেরই এক ছাত্রী তাদের বাধা দেন। ছেলেটিকে এরপর উঠে এসে ওই ছাত্রীর উদ্দেশে কিছু একটা বলতে দেখা যায়।
#शाहजहांपुर: #राजकीय_मेडिकल_कॉलेज में हो रही इश्क की पढ़ाई
शर्मनाक हरकतों का वीडियो सोशल मीडिया पर #वायरल,@satyamevnewstv नहीं करता है वायरल वीडियो की #पुष्टि#Viral_Video#Shahjahanpur@PintuZee@ankitnews12@brajeshpathakup pic.twitter.com/yDFQYvykIY
— Satyamev News (@satyamevnewstv) July 23, 2023
এদিকে, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেট-দুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে। শাহজাহানপুর জেলাতেও চাঞ্চল্য তৈরি হয়েছে। এই অবস্থায় কলেজের অধ্যক্ষ রাজেশ কুমার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার (২৩ জুলাই), সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, ভিডিয়োটি দেখে ওই ঘটনায় জড়িত ছাত্র-ছাত্রীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেছেন, “এটা অত্যন্ত গুরুতর বিষয়। আমরা কাউকে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেব না।”