AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Extra Marital Affair: শেষমেশ নাবালকের সঙ্গে? তিন সন্তানের মায়ের কাণ্ড দেখে মাথায় হাত আত্মীয়র, ছুটে গেল থানায়

Extra Marital Affair: এরপর বাড়ে সম্পর্কের গাঢ়ত্ব। আত্মীয়তা যে কবে প্রেমে পরিণত হয়, তা টের পান না রাজেন্দ্র। আর যখন বুঝতে পারেন। তখন সব হাতের বাইরে। তপ্ত প্রেমে পুনমের সঙ্গে বাড়ি ছাড়া হয় নাবালক।

Extra Marital Affair: শেষমেশ নাবালকের সঙ্গে? তিন সন্তানের মায়ের কাণ্ড দেখে মাথায় হাত আত্মীয়র, ছুটে গেল থানায়
অভিযুক্ত মহিলাImage Credit: Tv9 Bharatvarsh
| Updated on: Jul 27, 2025 | 6:23 PM
Share

লখনউ: তিন সন্তানের মা। প্রেমে পড়লেন ছেলের বয়সী নাবালকের সঙ্গে। তারপর আর নেই হদিশ। বাড়ির লোক বলছেন, ঘরের বউ নাকি ১৪ বছরের নাবালকের সঙ্গে পালিয়েছে।

ঘটনা উত্তর প্রদেশের হাথরাসের। সেখানে চাঁপা এলাকার আলহেপুর গ্রামের বাসিন্দা রাজেন্দ্র। তার মেয়ের বিয়ে হয় জালালিতে জয়পাল নামে এক ব্যক্তির বাড়িতে। জয়পালের স্ত্রী পুনম। বর্তমানে ইনিই নাকি ‘পালানোর কাণ্ডারি’। রাজেন্দ্র জানিয়েছেন, আত্মীয়তা হওয়ার কারণে মাঝে মধ্যেই পুনম তার তিন সন্তানকে নিয়ে তাদের বাড়ি আসতেন। সেই সময়ই তার পরিচয় হয় রাজেন্দ্রর ১৪ বছরের নাবালক সন্তানের সঙ্গে।

এরপর বাড়ে সম্পর্কের গাঢ়ত্ব। আত্মীয়তা যে কবে প্রেমে পরিণত হয়, তা টের পান না রাজেন্দ্র। আর যখন বুঝতে পারেন। তখন সব হাতের বাইরে। তপ্ত প্রেমে পুনমের সঙ্গে বাড়ি ছাড়া হয় নাবালক। থানায় গিয়ে দ্বারস্থ হয় পরিবার। পুনমের বিরুদ্ধে নাবালক ছেলেকে টোপ দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন তারা। স্থানীয় থানার ইনচার্জ চন্দপা জানিয়েছেন, নাবালকের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

কিন্তু কীভাবে পালাল তারা? কী ঘটেছিল তার আগে? রাজেন্দ্র বলেন, ঘটনা একুশে জুলাইয়ের। প্রতিদিনের মতো বাজারে গিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফিরতেই তার বড় বৌমা জানায়, নাবালক দেওরকে বাড়িতে কোথাও পাওয়া যাচ্ছে না। পাড়াতেও খোঁজ করা হয়েছে। কিন্তু হদিশ মেলেনি। এরপরেই পুলিশে যান তিনি।