দেহরাদুন: দেশকে পথ দেখাল দেবভূমি। উত্তরাখণ্ডে (Uttarakhand) পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। বুধবারই উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ হয় অভিন্ন দেওয়ানি বিধি। এই বিল পাশ হওয়ার ফলে এবার রাজ্যে সমস্ত নাগরিকদের জন্য একই আইন কার্যকর হবে। ধর্ম বা জাতির ভিত্তিতে ভিন্ন নিয়ম বা আইন থাকবে না। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি পাশ হওয়ার পরই একাধিক রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি অভিন্ন দেওয়ানি বিধি পাশ করার আগ্রহ দেখিয়েছে। আগামী অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি আনতে পারে রাজস্থান সরকারও।
বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, সন্তানদের পরিচয় ও অধিকার সংক্রান্ত ব্যক্তিগত বিষয় নিয়েই তৈরি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। এই বিধিতে সমস্ত ধর্মের জন্য একই আইনের কথা বলা হয়েছে। অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সমস্ত ধর্মের নাগরিকদের জন্য একই আইন থাকবে। কোনও বিশেষ ধর্মের জন্য আলাদা আইন থাকবে না।
উত্তরাখণ্ডে যে অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে, তাতে নিষিদ্ধ করা হয়েছে বহুবিবাহ। বহুগামিতাও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। একই পরিবারের মধ্যে বিয়ে নিষিদ্ধ হয়েছে, লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে দিতে হবে ঘোষণাপত্র। এছাড়া সম্পত্তিতে পুত্র ও কন্যা সন্তানের সমান অধিকার, বৈধ ও অবৈধ সন্তানের সমান অধিকার, বিয়ের ক্ষেত্রে ন্যূনতম বয়স ধার্য করে দেওয়া হয়েছে।
বিধানসভায় এই বিল পাশ হওয়ায় এবার তা রাজ্যপালের কাছে পাঠানো হবে। রাজ্যপাল এই বিলে সাক্ষর করলেই আইনে পরিণত হবে এই বিল।
বিধানসভায় এই প্রস্তাবনা পাশ হওয়ার পরই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, “আজ উত্তরাখণ্ডের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা এমন একটি বিল পাশ করেছি যা দীর্ঘ সময় ধরে দেশের জনগণের দাবি ছিল। উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যারা অভিন্ন দেওয়ানি বিধি পাশ করল। এর জন্য আমি সমস্ত বিধায়কদের এবং উত্তরাখণ্ডের সকল নাগরিককে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের ক্ষমতায় আসার ও বিলটি পাশ করানোর সুযোগ দিয়েছেন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ধামী বলেন, “এই বিল কারোর বিরুদ্ধে নয়, বরং সকলের মঙ্গলের জন্যই আনা হয়েছে। বিশেষ করে মহিলারা এতে উপকৃত হবেন। বিবাহ, বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়ে সকলকে সমান অধিকার দেওয়া হবে। বিশেষ করে মহিলারা যে বঞ্চনার শিকার হতেন, তা এই আইন কার্যকর হলে দূর হবে।”