দেহরাদুন: পুলিশের দাবি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই কারণেই ৩০ ডিসেম্বরের ভোরে দিল্লি-দেহরাদুন হাইওয়েতে দুর্ঘটনার (Car Accident) মুখে পড়েন ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার। রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় মার্সিডিজ গাড়িটি। কোনওমতে পন্থকে গাড়ি থেকে বের করার পরই গাড়িতে আগুন ধরে যায়। বর্তমানে দেহরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অস্ত্রোপচারও হয়েছে। রবিবার ঋষভ পন্থকে হাসপাতালে দেখতে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Pushkar Singh Dhami)। সেখানে তিনি বলেন, ঘুমিয়ে পড়ার কারণে নয়, রাস্তায় থাকা গর্তকে পাশ কাটাতে গিয়েই গাড়ির নিয়ন্ত্রণ হারান পন্থ এবং ডিভাইডারে ধাক্কা মারে।
রবিবার দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে ঋষভ পন্থের সঙ্গে দেখা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ থাকেন তিনি, ঋষভ পন্থের পরিবারের সদস্য়দের সঙ্গে যেমন কথা বলেন, তেমনই হাসপাতালের মেডিক্যাল টিমের সঙ্গেও কথা বলেন। ভারতীয় ক্রিকেটারের চিকিৎসায় কোনও খামতি থাকবে না বলেও প্রতিশ্রুতি দেন ঋষভ পন্থের মা ও বোনকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ঋষভ পন্থের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসায় ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
হাসপাতালে পন্থের সঙ্গে দেখা করে বেরোনোর সময় সাংবাদিকদেের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেখানে তিনি বলেন, “আমার সঙ্গে ঋষভ পন্থের কথা হয়েছে। সেদিন গাড়ি চালাতে চালাতে রাস্তায় ও একটা গর্ত বা কালো রঙের কিছু দেখতে পায়। সেটিকে পাশ কাটাতে গেলেই গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায়।”