দেহরাদুন: সন্তান লিভ-ইন করে, জানেনই না অনেক অভিভাবক। এই নিয়ম বদলাতে চায় সরকার। লিভ ইনে থাকলে, তা মা-বাবাকে জানানো আবশ্যক, এমনই নিয়ম আনতে চায় সরকার। সম্পর্কের বৈধতায় অভিভাবকদের মান্যতাও জরুরি, এমনটাই মত সরকারের।
লোকসভা নির্বাচনের আগেই, ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে আইনে এসেছে বড় বদল। বিধানসভায় পাশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। সেই অভিন্ন দেওয়ানি বিধিতে বিয়ের পাশাপাশি লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
অভিন্ন দেওয়ানি বিধির অধীনে লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে কী কী নিয়ম হবে, তার জন্য একটি প্যানেল তৈরি করা হয়েছে। সেই প্যানেলের তরফেই জানানো হল, ১৮ থেকে ২১ বছর বয়সী যারা লিভ ইন করে, তাদের এই তথ্য অভিভাবকদের জানাতে হবে। লিভ ইনে থাকা যুগলদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা রক্ষা করা হলেও, তারা যে লিভ-ইনে রয়েছে, এই তথ্য অভিভাবকদের জানানো উচিত বলেই মত প্যানেলের।
শুক্রবারই অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এক্সপার্ট কমিটির তরফে খসড়া অভিন্ন দেওয়ানি বিধির উপরে রিপোর্ট জমা দেওয়া হয়। প্যানেলের তরফে জানানো হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধিতে বিবাহ ও লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশনের সময়ে গোপনীয়তা রক্ষা করা হবে। কোনওরকম তথ্য ফাঁস হবে না। তবে ১৮ থেকে ২১ বছর বয়সীরা যদি লিভ ইনে থাকে, তবে তাদের অভিভাবকদের জানাতে হবে।
২১ বছরের উর্ধ্বের কেউ লিভ ইনে থাকলে, তাদেরও সম্পর্কের রেজিস্ট্রেশন করাতে হবে। কিন্তু এদের কোনও তথ্য প্রকাশ্যে আনা হবে না। যেহেতু ১৮ থেকে ২১ বছর বয়সীরা সবে সিদ্ধান্ত নেওয়ার বয়সে পৌঁছেছে, তাই তাদের সুরক্ষার জন্য অভিভাবকদের জানানোর প্রস্তাব দেওয়া হয়েছে।