Uttarakhand tunnel rescue: ৪ মিটার…৩ মিটার…২ মিটার…, আজ বিকেল ৫টাতেই সুখবর? পুজোয় বিদেশি বিশেষজ্ঞ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 28, 2023 | 1:36 PM

Uttarakhand tunnel rescue: সূত্রের খবর, আটকে থাকা শ্রমিকদের পরিবারবর্গকে 'সুখবর'-এর জন্য তৈরি থাকতে বলা হয়েছে। এই মুহূর্তে শেষ পর্যায়ের পাইপ বসানো হচ্ছে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, খোঁড়া হয়ে গিয়েছে, ৫৩ মিটার। আর বাকি মাত্র ৪ মিটার।

Uttarakhand tunnel rescue: ৪ মিটার...৩ মিটার...২ মিটার..., আজ বিকেল ৫টাতেই সুখবর? পুজোয় বিদেশি বিশেষজ্ঞ
আজই সুড়ঙ্গের অন্ধকার থেকে আলোয় শ্রমিকরা?
Image Credit source: AFP

Follow Us

দেরাদুন: একের পর এক যন্ত্র ব্যর্থ। ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা লোহার রড বা জালে লেগে ভেঙে গিয়েছে মার্কিন অগার যন্ত্রও। শেষ পর্যন্ত অবশ্য সাফল্য আসতে চলেছে মানুষের হাত ধরেই। উত্তরাখণঅডের উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে, ধসে জেরে আটকে পড়া ৪১ শ্রমি মুক্তি পেতে পারেন আজই। সরকারিভাবে কোন সময়সীমা দিতে চাইছেন না সরকারি আধিকারিকরা। তবে সূত্রের খবর, আটকে থাকা শ্রমিকদের পরিবারবর্গকে ‘সুখবর’-এর জন্য তৈরি থাকতে বলা হয়েছে। এই মুহূর্তে শেষ পর্যায়ের পাইপ বসানো হচ্ছে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, খোঁড়া হয়ে গিয়েছে, ৫৩ মিটার। আর বাকি মাত্র ৪ মিটার। যদিও, মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপারের মতে, আর মাত্র ২ থেকে ৩ মিটার খন বাকি আছে। বিকেল ৫টার মধ্যেই আশাব্যঞ্জক কিছু ঘটতে পারে। ফের সুড়ঙ্গের সামনে নিয়ে আসা হচ্ছে অ্যাম্বুলেন্স।

এই মুহূর্তে পাহাড়ের উপর থেকে উল্লম্বভাবে খনন বন্ধ রাখা হয়েছে। সুড়ঙ্গের ভিতরে হাতে হাতে খননের কাজ আসলে খুবই মসৃণ গতিতে এগোচ্ছে। এই খননের কাজে যাতে কোনও বাধা না আসে, তা নিশ্চিত করতেই উল্লম্বভাবে খনন বন্ধ রাখা হয়েছে। এই সময়ে উল্লম্বভাবে খননের মেশিন পরিবর্তন করা হচ্ছে। মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপার বলেছেন, “আমরা এখনও খনন করে চলেছি। আরও কয়েক মিটার যেতে হবে। বিকাল ৫টার মধ্যে কিছু ফলাফল আসবে বলে আশা করছি। আর ২-৩ মিটার বাকি আছে। উদ্ধার অভিযান শেষ হতে পারে আর ঘণ্টা তিনেকের মধ্যেই।” তৈরি থাকতে বলা হয়েছে শ্রমিকদের পরিবারবর্গকে। শ্রমিকদের ব্যাগপত্র এবং পোশাক নয়ে আসতে বলা হয়েছে তাঁদের। উদ্ধারের পর অবশ্য প্রথমে শ্রমিকদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে চিনিয়ালিসাউর হাসপাতালে।


অন্যদিকে, সুখবর এর সম্ভাবনা দেখা দিতেই সুড়ঙ্গের সামনে পুজোয় বসলেন বিদেশি খনন বিশেষজ্ঞ আর্নল্ড ডিস্ক। সিল্কিয়ারা সুড়ঙ্গের ঠোকার মুখেই একটি অস্থায়ী মন্দির স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা। এক স্থানীয় দেবতাকে সেখারেন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে, সেখানেই ৪১ জন শ্রমিককে নিরাপদে মুক্ত করার প্রার্থনায় পুরোহিতের সঙ্গে পুজোয় বসেছেন আর্নল্ড ডিস্ক। এদিন সকাল থেকেই উদ্ধার অভিযান সম্পর্কে তাঁর মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গিয়েছে। আর্নল্ড ডিক্স বলেছেন, “উদ্ধার অভিযান সম্পর্কে আমি বেশ ভালো বোধ করছি। এর আগে আমি কখনও বলিনি যে আমার ভালো লাগছে।” আটকে পড়া শ্রমিকদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, “আমি শুনেছি ওঁরা ক্রিকেট খেলছেন।”

Next Article