Uttarkashi Tunnel Rescue live: আবার ধাক্কা, ফাটল প্ল্যাটফর্মে, থমকে উদ্ধারকাজ

| Edited By: | Updated on: Nov 24, 2023 | 1:21 PM

Uttarkashi Tunnel Rescue live: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ শেষ পর্বে। সুড়ঙ্গের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ভিতরে পাঠানো হচ্ছে ইভাকুয়েশন পাইপ। তার মধ্য দিয়ে পাঠানো হবে ট্রলি। ওই ট্রলিগুলির মাধ্যমে শুইয়ে শ্রমিকদের বাইরে আনা হবে। বৃহস্পতিবারই সম্ভবত বাইরে বের হবেন শ্রমিকরা। ইতিমধ্যেই স্ট্রেচার নিয়ে ভিতরে গিয়েছেন এনডিআরএফ-এর কর্মীরা।  

Uttarkashi Tunnel Rescue live: আবার ধাক্কা, ফাটল প্ল্যাটফর্মে, থমকে উদ্ধারকাজ
সুড়ঙ্গে উদ্ধারকাজের তদারকি করছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।Image Credit source: ANI

দেরাদুন: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ শেষ পর্বে। সুড়ঙ্গের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ভিতরে পাঠানো হচ্ছে ইভাকুয়েশন পাইপ। তার মধ্য দিয়ে পাঠানো হবে ট্রলি। ওই ট্রলিগুলির মাধ্যমে শুইয়ে শ্রমিকদের বাইরে আনা হবে। বুধবার রাতেই অথবা বৃহস্পতিবার সকালে সম্ভবত বাইরে বের হবেন শ্রমিকরা। ইতিমধ্যেই স্ট্রেচার নিয়ে ভিতরে গিয়েছেন এনডিআরএফ-এর কর্মীরা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Nov 2023 01:19 PM (IST)

    উদ্ধারকাজের মক ড্রিল চালাল এনডিআরএফ

    Large-Image NDRF

    পাইপের মাধ্যমে এভাবে বের করা হবে শ্রমিকদের।

    সুড়ঙ্গের ভিতরে আটকে ৪১ শ্রমিক। ১৩ দিন ধরে চেষ্টা চলছে তাঁদের উদ্ধারের, কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি। সুড়ঙ্গের ভিতরে বসানো হয়েছে বড় পাইপ। সেই পাইপের মাধ্যমেই স্ট্রেচারে শুইয়ে বের করে আনা হবে শ্রমিকদের। এখনও খনন চলছে, তার মাঝেই উদ্ধারকাজের মক ড্রিল চালাল এনডিআরএফ (NDRF)। দেখানো হল কীভাবে স্ট্রেচারে শুইয়ে শ্রমিকদের বের করে আনা হবে।

    বিস্তারিত পড়ুন: কীভাবে পাইপ দিয়ে বের করে আনা হবে আটকে থাকা শ্রমিকদের, দেখাল NDRF

  • 24 Nov 2023 01:18 PM (IST)

    সুড়ঙ্গের ভিতরে চোর-পুলিশ খেলছে শ্রমিকরা

    ১৩দিন কেটে গিয়েছে, এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। বৃহস্পতিবার সকালের মধ্যে সকল শ্রমিককে উদ্ধার করার কথা থাকলেও, শেষ অবধি তা হয়নি। আজও আটকে উদ্ধারকাজ। কখন আটকে থাকা ৪১ শ্রমিককে উদ্ধার করা যাবে, তা নিশ্চিতভাবে বলতে পারছেন না উদ্ধারকারী দল। এদিকে সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকরাও অস্থির হয়ে উঠছেন। মানসিক চাপ বাড়ছে তাঁদের, আদৌ উদ্ধার হবেন কি না, তা নিয়ে মনে সংশয় দেখা দিচ্ছে। এই অবস্থায় আটকে থাকা শ্রমিকদের মন ভাল করতে লুডো, তাস পাঠানোর পরিকল্পনা উদ্ধারকারী দলের।

    বিস্তারিত পড়ুন: সুড়ঙ্গের ভিতরে চোর-পুলিশ খেলছে শ্রমিকরা, উদ্ধারকাজে দেরি হওয়ায় লুডো-তাস পাঠানোর পরিকল্পনা

  • 23 Nov 2023 11:57 PM (IST)

    রাতে ঘটনাস্থলেই থাকবেন মুখ্যমন্ত্রী

    অগার মেশিনে ত্রুটির জেরে ফের ড্রিলিংয়ের কাজ বন্ধ হয়ে গেল। মেশিন সারানোর পর শুক্রবার সকালে ফের কাজ শুরু হবে। তবে সারারাত ঘটনাস্থলেই থাকবেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

  • 23 Nov 2023 11:54 PM (IST)

    ফের অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি, বন্ধ হয়ে গেল ড্রিলিং কাজ

    ফের অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি। যার জেরে আবার বন্ধ হয়ে গেল ড্রিলিংয়ের কাজ। এই নিয়ে তিনবার অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি হল। আটক শ্রমিকদের কাছে পৌঁছনোর ১ মিটার আগেই কাজ বন্ধ হয়ে গেল বলে জানালেন উদ্ধারকারী দলের সদস্য আর্নল্ড ডিক্স।

  • 23 Nov 2023 08:48 PM (IST)

    GSI-কে গুরুত্বপূর্ণ দায়িত্ব

    গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে Geological survey of India-কে। প্রতি মিটারের মাটির পরীক্ষা চলছে। আপাতত বন্ধ রাখা হয়েছে ভার্টিক্যাল ড্রিলিং। GSI-এর রিপোর্টের উপর নির্ভর করেই ড্রিলিং-এর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সাবধানতার জন্য উদ্ধারকাজের গতি কমানোর ফলেই অপারেশন দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা।

  • 23 Nov 2023 08:46 PM (IST)

    সুড়ঙ্গেই রিভিউ বৈঠক

    সুড়ঙ্গের ভিতরেই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন উদ্ধারকাজে যুক্ত সব এজেন্সির শীর্ষ আধিকারিকরা। পরিবর্তিত পরিস্থিতির পর্যালোচনা করতেই এই রিভিউ বৈঠক। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও পরিস্থিতিতেই তাড়াহুড়ো করা হবে না।

  • 23 Nov 2023 07:16 PM (IST)

    হুইল স্ট্রেচারে করে আটক শ্রমিকদের বের করা হবে

    সুড়ঙ্গ থেকে শ্রমিকদের চাকা লাগানো স্ট্রেচারে করে বের করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উদ্ধারকারী দল। শ্রমিকদের সরাসরি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হবে। সেজন্য ঋষিকেশের এইমস হাসপাতালের ট্রমা কেয়ার ও আইসিইউ-য়ের বেড রিজার্ভ করা হয়েছে।

  • 23 Nov 2023 06:32 PM (IST)

    উদ্ধারকাজ শেষ পর্যায়ে

    উদ্ধারকাজ এবার শেষ পর্যায়ে। ধ্বংসস্তূপ কেটে সুড়ঙ্গের ৪৪ মিটার গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে ড্রিল মেশিন। আর মাত্র ১০ মিটার বাকি।

  • 23 Nov 2023 05:45 PM (IST)

    সুড়ঙ্গের কাছে নিয়ে আসা হল স্থানীয় বিগ্রহ ‘ডোলি’-র মূর্তি

    সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধার করতে এখন ভগবান ভরসা! এমনটাই মনে করছেন শ্রমিকদের পরিবার থেকে স্থানীয়রা। তাই যেখানে উদ্ধারকাজ চলছে, সেখানে এদিন সন্ধ্যায় নিয়ে আসা হল স্থানীয় বিগ্রহ ডোলি-র মূর্তি।

  • 23 Nov 2023 05:38 PM (IST)

    শুক্রবার সকালের মধ্যেই সুখবর মিলতে পারে

    সন্ধ্যা হয়ে গেল। এখনও সুড়ঙ্গে আটক শ্রমিকদের বের করা সম্ভব হয়নি। তবে অগার মেশিন ঘণ্টায় ৪-৫ মিটার খননকাজ চালিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালের মধ্যেই সুখবর দেওয়া সম্ভব হতে পারে, আটক শ্রমিকদের উদ্ধার করা যেতে পারে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান।

  • 23 Nov 2023 05:34 PM (IST)

    সুড়ঙ্গের কাছে মুখ্যমন্ত্রীর অস্থায়ী ক্যাম্প অফিস

    উত্তরকাশীতে সুড়ঙ্গের কাছেই তৈরি করা হল মুখ্যমন্ত্রীর অস্থায়ী ক্যাম্প অফিস। উদ্ধারকাজের প্রতি মুহূর্তের খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতেই এই ক্যাম্প অফিস করা হয়েছে।

  • 23 Nov 2023 05:31 PM (IST)

    উদ্ধারকাজে সরাসরি এজেন্সিদের হস্তক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

    সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে এবার সমস্ত এজেন্সিকে যৌথভাবে কাজ করার জন্য আধিকারিকদের নির্দেশ দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

  • 23 Nov 2023 05:26 PM (IST)

    আটক শ্রমিক ও উদ্ধারকারী দল, উভয়েই বিপদের মুখে: এনডিএমএ অফিসার

    সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে উদ্ধারকারী দলের কয়েকজন সুড়ঙ্গে ঢুকেছে। তবে আটক শ্রমিকদের সঙ্গে এখন উদ্ধারকারী দলের ওই সদস্যদের জীবন ঝুঁকির মুখে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সঈদ আতা হাসনাইন।

  • 23 Nov 2023 04:25 PM (IST)

    ঘটনাস্থলে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি.কে সিং

    উত্তরকাশীতে সিলকিয়ারা সুড়ঙ্গের কাছে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অপসরপ্রাপ্ত) ভি. কে সিং-সহ অন্যান্য আধিকারিকেরা। উদ্ধারকাজ খতিয়ে দেখে উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলছেন তিনি।

  • 23 Nov 2023 03:48 PM (IST)

    ধ্বংসস্তূপ সরাতে দিল্লি থেকে নিয়ে আসা হল বিশেষ দল

    ধ্বংসস্তূপ কেটে সরাতে দিল্লি থেকে ৭ জনের এক্সপার্ট দল এসেছে। এই ধ্বংসস্তূপের জন্য অগার মেশিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছিল। অবশেষে সেগুলি সরিয়ে ফের অগার মেশিনের কাজ শুরু করা হয়েছে।

  • 23 Nov 2023 02:54 PM (IST)

    কাজ কতক্ষণে শেষ হবে, বলতে নারাজ আধিকারিকেরা

    এদিন সন্ধ্যার মধ্যেই উদ্ধারকাজ সম্পন্ন হবে বলে প্রথমে আশা করেছিলেন উদ্ধারকারী দলের সদস্যরা। কিন্তু, অগার মেশিনে চাপ আসায় ফের দ্রুত গতিতে কাজ বন্ধ করে দেওয়া হল। ধীরে চলতে চাইছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ফলে উদ্ধারকাজ কতক্ষণে শেষ হবে তা বলতে অস্বীকার করলেন আধিকারিকরা।

  • 23 Nov 2023 02:47 PM (IST)

    অগার মেশিনে চাপ আসছে, আপাতত কাজ বন্ধ

    ফের উদ্ধারকাজে বাধা। অগার মেশিনে এবার চাপ আসছে। যার ফলে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে সাবধানতার সঙ্গে কাজ এগোনো হচ্ছে বলে জানালেন উদ্ধারকারী দলের আধিকারিকেরা।

  • 23 Nov 2023 12:18 PM (IST)

    শ্রমিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

    উত্তরকাশীর ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বললেন ওয়াকি-টকির মাধ্যমে।

  • 23 Nov 2023 12:17 PM (IST)

    সুড়ঙ্গে ঢুকছে আরও ৩টি পাইপ

    উদ্ধারকারী দলের থেকে আটকে থাকা শ্রমিকদের দূরত্ব আর ২০ মিটার। এনডিআরএফের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গে আরও ৩টি পাইপ ভিতরে ঢোকানো হবে। এর মধ্যে একটি পাইপে ওয়েল্ডিং-এর কাজ চলছে। তবে কতক্ষণের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে, সেই সময়সীমা বলতে নারাজ এনডিআরএফ। তাদের কথায়,  নতুন কোনও বিপত্তি যাতে না হয়, তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আজ রাতের মধ্যেই কাজ শেষ হবে আশা করা যায়।

  • 23 Nov 2023 11:20 AM (IST)

    শীঘ্রই উদ্ধার করা হবে শ্রমিকদের, আশাবাদী মুখ্যমন্ত্রী

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, “অগার মেশিন দিয়ে ৪৫ মিটার পাইপলাইন পাতা সম্ভব হয়েছে। শেষ পর্যায়ের উদ্ধারকাজ চলছে। কিছু বাধা রয়েছে, তবে শীঘ্রই শ্রমিকদের উদ্ধার করে আনা বলে আশা করছি।”

  • 23 Nov 2023 11:17 AM (IST)

    উত্তরকাশীতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী ধামি

  • 23 Nov 2023 10:27 AM (IST)

    শ্রমিকদের জন্য় তৈরি গ্রিন করিডর

    সকাল থেকেই উত্তরকাশীর সুড়ঙ্গের বাইরে উপস্থিত পুলিশ সুপার অর্পণ যদুবংশী। তিনি বলেন, “উদ্ধারকাজের পরবর্তী পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে। শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করা হলেই গ্রিন করিডরের মাধ্যমে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে।”

  • 23 Nov 2023 09:08 AM (IST)

    নিরাপদে উদ্ধারকাজের জন্য সুড়ঙ্গের সামনে পুজো

    উত্তরকাশীর সুড়ঙ্গের সামনে তৈরি করা হয়েছে মন্দির। নিরাপদ ও নির্ঝঞ্চাটে যাতে উদ্ধারকাজ শেষ হয়, তার জন্য ওই মন্দিরে দেওয়া হল পুজো।

  • 23 Nov 2023 08:21 AM (IST)

    পৌঁছল চিকিৎসা সামগ্রী

    সিলকায়রা সুড়ঙ্গের কাছে পৌঁছল চিকিৎসা সামগ্রী। আর কিছুক্ষণের মধ্যেই বের করে আনা হতে পারে শ্রমিকদের।

  • 23 Nov 2023 07:45 AM (IST)

    ছেলেকে আবারও কাজে পাঠাবেন হতদরিদ্র জয়দেবের বাবা

    হুগলির নিমডিঙ্গির জয়দেব প্রামাণিকও আটকে পড়া শ্রমিকদের মধ্যে একজন। জয়দেবের বাবা তাপসবাবুকে আজ খানিকটা নিশ্চিন্ত লাগল। বাড়ির ছেলে বাড়ি ফিরবেন এই ভেবেই কিছুটা উচ্ছ্বসিত বৃদ্ধ বাবা। তবে এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলেননি। আগে অন্ধকার থেকে বাইরে আসুক তারপর সব। নিজেই জানালেন তাপসবাবু।

    বিস্তারিত পড়ুন: Uttarkashi Tunnel Rescue: ‘ওর সাহসকে কুর্নিশ’, ছেলেকে আবারও কাজে পাঠাবেন হতদরিদ্র জয়দেবের বাবা

  • 23 Nov 2023 07:19 AM (IST)

    সুড়ঙ্গে প্রবেশ করবেন ১৫ জনের এনডিআরএফ টিম

    শেষ পর্যায়ে উদ্ধারকাজ। সুড়ঙ্গের ভিতরে বসেছে পাইপ। সেই পাইপ দিয়েই ট্রলি বা স্ট্রেচারে শুয়ে শ্রমিকদের কাছে পৌঁছবেন উদ্ধারকারী দলের সদস্যরা। জানা গিয়েছে, এনডিআরএফের ১৫ সদস্য সুড়ঙ্গে প্রবেশ করবেন আটকে থাকা ৪১ শ্রমিককে বের করে আনার জন্য।

  • 23 Nov 2023 06:53 AM (IST)

    ১-২ ঘণ্টার মধ্যেই বের করে আনা হবে শ্রমিকদের

    উদ্ধারকারী দলের এক সদস্য জানালেন, শেষ পর্যায়ে উদ্ধারকাজ চলছে। ১-২ ঘণ্টার মধ্যেই শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

  • 23 Nov 2023 06:49 AM (IST)

    শ্রমিকদের এয়ারলিফ্ট করে নিয়ে যাবে ঝাড়খণ্ড সরকার

    উত্তরকাশীর সুড়ঙ্গে ঝাড়খণ্ডের যে শ্রমিকরা আটকে রয়েছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করল সোরেন সরকার। ঝাড়খণ্ড সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, আটকে থাকা শ্রমিকদের এয়ারলিফ্ট করে রাজ্যে নিয়ে যাওয়া হবে। উত্তরকাশীর সুড়ঙ্গে ১৫ জন ঝাড়খণ্ডের শ্রমিক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

  • 23 Nov 2023 06:27 AM (IST)

    কেটে সরানো হল গার্ডার, শ্রমিকদের বের করে আনার প্রক্রিয়া শুরু

    উত্তরকাশীতে উদ্ধারকাজ প্রায় শেষ পর্যায়ে। শেষ ১৫ মিটারে পাইপ বসানোর কাজও হয়ে গিয়েছে। এবার শুরু হতে চলেছে আসল উদ্ধারকাজ। পাইপের মধ্যে দিয়ে স্ট্রেচারে শুয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর প্রক্রিয়া শুরু করছে NDRF।যে স্টিলের গার্ডারে ধাক্কা লেগে গতকাল রাতে কাজ বন্ধ হয়েছিল, ইতিমধ্যেই কেটে সরানো হয়েছে সেই গার্ডার।

  • 22 Nov 2023 11:15 PM (IST)

    আর এই সুড়ঙ্গে কাজে যেতে দেবেন না

    প্রত্যেকেরই ভাই ভিতরে আটকে রয়েছে। সুড়ঙ্গের মুখে আটকে থাকা শ্রমিকদের আত্মীয়রা। বাইরে আসার পর শ্রমিকদের প্রথমে নিয়ে যাওয়া হবে হসপিটালে। পরিজনরা জানাচ্ছেন তাঁরা তাঁদের আত্মীয়দের আর কখনও এই সুড়ঙ্গে কাজে যেতে দেবেন না।

  • 22 Nov 2023 10:31 PM (IST)

    ট্রলিতে শুয়েই বের হবেন শ্রমিকরা

    ড্রিলিং করে পাইপ বসানোর কাজ চলছে এই মুহূর্তে। পাইপের ভিতর দিয়ে প্রবেশ করানো হবে ট্রলি। ট্রলিতে শুয়ে প্রথমে ভিতরে যাবেন NDRF-এর জওয়ানরা। এরপর ওই ট্রলিতে শুয়েই এক এক করে শ্রমিকদের বের করা হবে। সুড়ঙ্গের একেবারে মুখেই দাঁড় করানো হবে অ্যাম্বুলেন্স। পাইপ দিয়ে শ্রমিকরা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের অ্যাম্বুলেন্সে তোলা হবে।

  • 22 Nov 2023 10:30 PM (IST)

    আজ রাতেই উদ্ধার?

    আজ রাতেই ঘটনাস্থলে আসতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই উত্তরকাশী পৌঁছচ্ছেন তিনি। প্রশাসনিক তৎপরতায় ইঙ্গিত আজ রাতেই উদ্ধার কাজ সফল হতে পারে।

Published On - Nov 22,2023 10:26 PM

Follow Us: