Uttarkashi Tunnel Collapse: সুড়ঙ্গের ভিতরে চোর-পুলিশ খেলছেন শ্রমিকরা, উদ্ধারকাজে দেরি হওয়ায় লুডো-তাস পাঠানোর পরিকল্পনা

Rescue Work: আটকে থাকা ৪১ শ্রমিকের মানসিক অবস্থা পরীক্ষা করতে উত্তরকাশীর সুড়ঙ্গে উপস্থিত রয়েছেন সাইকেয়াট্রিস্ট ডঃ রোহিত গোন্দওয়াল। তিনি বলেন, "সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের কাছে লুডো ও তাস পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এগুলি পেলে তাদের মন কিছুটা হালকা হবে, স্ট্রেস কমবে।"

Uttarkashi Tunnel Collapse: সুড়ঙ্গের ভিতরে চোর-পুলিশ খেলছেন শ্রমিকরা, উদ্ধারকাজে দেরি হওয়ায় লুডো-তাস পাঠানোর পরিকল্পনা
সুড়ঙ্গের ভিতরে উদ্ধারকাজ খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী ধামি।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2023 | 1:18 PM

উত্তরকাশী: ১৩দিন কেটে গিয়েছে, এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। বৃহস্পতিবার সকালের মধ্যে সকল শ্রমিককে উদ্ধার করার কথা থাকলেও, শেষ অবধি তা হয়নি। আজও আটকে উদ্ধারকাজ। কখন আটকে থাকা ৪১ শ্রমিককে উদ্ধার করা যাবে, তা নিশ্চিতভাবে বলতে পারছেন না উদ্ধারকারী দল। এদিকে সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকরাও অস্থির হয়ে উঠছেন। মানসিক চাপ বাড়ছে তাঁদের, আদৌ উদ্ধার হবেন কি না, তা নিয়ে মনে সংশয় দেখা দিচ্ছে। এই অবস্থায় আটকে থাকা শ্রমিকদের মন ভাল করতে লুডো, তাস পাঠানোর পরিকল্পনা উদ্ধারকারী দলের।

বৃহস্পতিবার জোরকদমে চলছিল শেষ পর্যায়ের উদ্ধারকাজ। যে প্ল্যাটফর্মের উপরে অগার মেশিন রেখে খনন করা হচ্ছিল, তাতেই ফাটল দেখা দিতে থামিয়ে দিতে হয় উদ্ধারকাজ। খননের সময় যাতে ধস না নামে, তার জন্য বর্তমানে প্রতি মিটার মাটি খননের আগে মাটির প্রকৃতি পরীক্ষা করা হচ্ছে। ফলে উদ্ধারকাজে সময় লাগবে অনেকটাই।

এই পরিস্থিতিতে আটকে থাকা ৪১ শ্রমিকের মানসিক অবস্থা পরীক্ষা করতে উত্তরকাশীর সুড়ঙ্গে উপস্থিত রয়েছেন সাইকেয়াট্রিস্ট ডঃ রোহিত গোন্দওয়াল। তিনি বলেন, “সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের কাছে লুডো ও তাস পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এগুলি পেলে তাদের মন কিছুটা হালকা হবে, স্ট্রেস কমবে। উদ্ধারকাজে দেরি হচ্ছে, আরও কিছুক্ষণ সময় লাগতে পারে।”

চিকিৎসক জানান, আপাতত ৪১ জন শ্রমিকই সুস্থ রয়েছেন। তাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার দিকেও নজর রাখা হচ্ছে। ওঁদের মনের জোর ধরে রাখতে হবে। তিনি বলেন, “শ্রমিকদের সঙ্গে আমি কথা বলেছি। ওঁরা জানিয়েছে সময় কাটাতে সুড়ঙ্গের ভিতরে চোর-পুলিশ খেলছে। যোগা ও ব্যায়াম করছে।”