নয়া দিল্লি: ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের শিক্ষার বিকাশ ঘটাতে ও স্বনির্ভর করতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই দেশের মহিলাদের কাছে ঘরের মানুষ হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নিজের হাতে আপেলের চাটনি তৈরি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়েছিলেন উত্তরাখণ্ডের গৃহবধূ সুনীতা রৌতেলা। তাঁর সেই বিশেষ আপ্যায়ণের কথা ভোলেননি প্রধানমন্ত্রী। তাই এবার ৭৬ তম স্বাধীনতা দিবসে (Independence Day) সুনীতাকে চিঠি দিয়ে আমন্ত্রণপত্র পাঠালেন খোদ প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
জানা গিয়েছে, মাস চারেক আগে আপেলের চাটনি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়েছিলেন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ঝালা গ্রামের গৃহবধূ সুনীতা রৌতেলা। এবাক তাঁকেই ভারত সরকারের স্ট্যাম্প দেওয়া চিঠি দিয়ে স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অফিসের তরফেই চিঠি দিয়ে তাঁকে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই চিঠি পেয়ে স্বাভাবিকভাবেই উৎফুল্ল সুনীতা।
প্রধানমন্ত্রীর তরফে আমন্ত্রণ পেয়ে কেমন লাগছে?
উত্তরকাশীর প্রত্যন্ত গ্রামের গৃহবধূ ৪০ বছর বয়সি সুনীতা রৌতেলা বলেন, হয়তো চাটনিটা ভাল লেগেছিল প্রধানমন্ত্রীর। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের নজরে পড়ে গেলাম। আমার পরিশ্রম কাজে লেগেছে। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণে আমি অত্যন্ত খুশি।
অতি সাধারণ পরিবারের গৃহবধূ সুনীতা ও তাঁর স্বামী ভরত রৌতেলা মূলত আপেল চাষ করেই সংসার চালান। তাঁরা দুজনে মিলে আপেল থেকে চাটনি, জ্যাম প্রস্তুত করে বাজারে বিক্রি করেন। সম্প্রতি তাঁরা একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন। এই গোষ্ঠীতে তাঁদের গ্রামের মোট ১৬২ জন নিযুক্ত। প্রধানমন্ত্রীর তরফে স্ত্রী লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় খুশি ভরতক রৌতেলাও।