উত্তরকাশী: ১৫ দিন কেটে গিয়েছে। এখনও উদ্ধার করা যায়নি উত্তরকাশীর (Uttarkashi Silkiyara Tunnel) সিলকিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিককে। কখনও ধস, কখনও আবার মাটি খোঁড়ার মেশিনে যান্ত্রিক ত্রুটি। বারংবার থমকে গিয়েছে উদ্ধারকাজ। এবার উদ্ধারকাজে বাধা হয়ে দাড়াচ্ছে প্রকৃতিও। উত্তরকাশীতে বৃষ্টির ভ্রূকুটি (Rainfall)। সেই সঙ্গে রয়েছে বরফ (Snowfall) পড়ার সম্ভাবনাও। বৃষ্টি ও তুষারপাত হলে ব্য়াহত হবে উদ্ধারকাজ (Rescue Work)।
মৌসম ভবন সূত্রে রবিবারই জানানো হয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ দিনও মৌসম ভবন জানায়, আজ, সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার। ভারী বৃ্ষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
পাহাড়ে বৃষ্টি নামলে বিঘ্নিত হবে উদ্ধারকাজ। একইসঙ্গে ধস নামারও প্রবল সম্ভাবনা রয়েছে। যে অংশের মাটি খনন করা হচ্ছে, তা বৃষ্টির জলে ধুয়ে ধস নামতে পারে। তুষারপাতেও রাস্তা বন্ধ হয়ে প্রভাবিত হতে পারে উদ্ধারকাজ।
প্রসঙ্গত, কেন্দ্রের প্রত্যাশার চার ধাম প্রকল্প। এক পথেই কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী যাওয়া যাবে। উত্তরকাশীর সঙ্গে যমুনেত্রীকে জুড়তেই সিলকিয়ারা সুড়ঙ্গ তৈরি করা হচ্ছিল। সেই সুড়ঙ্গেই ধস নেমেছে। সিলকিয়ারা সুড়ঙ্গ খনন করে যে মাটি-পাথর বের করা হচ্ছিল, তা পাশেই স্তূপ করে রাখা হচ্ছিল। বর্তমানে তা কার্যত পাহাড়ে পরিণত হয়েছে। হঠাৎ ভারী বৃষ্টি নামলে ওই ধ্বংসস্তূপের পাহাড়ে ধস নামতে পারে। আসতে পারে হড়পা বানও। তখন আটকে থাকা ৪১ শ্রমিকের বাঁচার আশা আরও ক্ষীণ হবে।