Vande Bharat Train: খুব শীঘ্রই মুম্বই-গোয়া রুটে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 04, 2023 | 2:54 PM

Vande Bharat Train: মুম্বই-গোয়া রুটে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস। মুম্বই-গোয়া রেলওয়ে রুটের ইলেক্ট্রিফিকেশনের কাজ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Vande Bharat Train: খুব শীঘ্রই মুম্বই-গোয়া রুটে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
প্রতীকী ছবি

Follow Us

থানে: খুব শীঘ্রই মুম্বই-গোয়া রুটে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এমনটাই জানালেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী (Union Minister of State For Railways) রাওসাহেব দানভে (Raosaheb Danve)। দেশের সেমি-হাই স্পিড এক্সপ্রেস ট্রেন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই আশ্বাসের কথা জানালেন মহারাষ্ট্রের (Maharashtra) বিধান পরিষদের এক সদস্য নিরঞ্জন দাভখাড়ে।

প্রসঙ্গত, শুক্রবার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের শাসক দলের বিধায়করা। সেই বৈঠকের সময় কেন্দ্রীয় মন্ত্রী বিধায়কের এই দলকে জানিয়েছেন, মুম্বই ও গোয়ার মধ্যে খুব শীঘ্রই একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। তাঁদের বৈঠকের এই আশ্বাসের কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন দাভখাড়ে। উল্লেখ্য, সম্প্রতি মুম্বই-শিরদি এবং মুম্বই-শোলাপুর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এর ফলে যাত্রার সময় অনেকটাই কমে এসেছে। এই দুই রুটের পাশাপাশি মুম্বই-গোয়া রুটে আসবে বন্দে ভারত এক্সপ্রেস।

এই নয়া রুটের জন্য প্রস্তুতিও শুরু হয়ে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, মুম্বই-গোয়া রেলওয়ে রুটের ইলেক্ট্রিফিকেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। তদারকির পর ট্রেন পরিষেবা শুরু করা হবে। এছাড়াও একাধিক বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন। প্রসঙ্গত, দেশজুড়ে এখনও পর্যন্ত ১০ টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এর মধ্যে একাধিক রুটে এই সেমি-হাই স্পিড ট্রেনে হামলার খবরও পাওয়া গিয়েছে।

 

Next Article