Vande Bharat: বন্দে ভারতে এ কী কাণ্ড! মাঝপথে রাস্তা হারিয়ে সোজা ভুল স্টেশনে চলে গেল আস্ত ট্রেন

Vande Bharat: কেন্দ্রীয় রেলের মুম্বই লোকাল ট্রেন পরিষেবাগুলি এর ফলে প্রভাবিত হয়েছে। ২০২৩ সালের জুন মাসে এই সিএসএমটি-মাদগাঁও লাইনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়।

Vande Bharat: বন্দে ভারতে এ কী কাণ্ড! মাঝপথে রাস্তা হারিয়ে সোজা ভুল স্টেশনে চলে গেল আস্ত ট্রেন
বন্দে ভারত এক্সপ্রেস
Follow Us:
| Updated on: Dec 23, 2024 | 10:02 PM

নয়া দিল্লি: দেশের অন্যতম আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। সাধারণ ট্রেনের তুলনায় গতি অনেক বেশি। ঝাঁ চকচকে চেহারা, পরিষেবাও তাক লাগানোর মতো। গত কয়েক বছরের মধ্যেই দেশের একাধিক রুটে চালু করা হয়েছে এই ট্রেন। কম বা বেশি দূরত্বের ক্ষেত্রে এই ট্রেন এখন বহু যাত্রীর পছন্দ। আর সেই বন্দে ভারত কি না মাঝপথে রাস্তা হারিয়ে বেমালুম পৌঁছে গেল অন্য স্টেশনে!

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল (CSMT) থেকে মারগাঁও পর্যন্ত যাওয়ার কথা ছিল সেই ট্রেনের। কিন্তু মহারাষ্ট্রের থানে জেলায় পথ হারিয়ে ফেলে বন্দে ভারত! ডিভা স্টেশন থেকে পানভেলের দিকে না গিয়ে ট্রেনটি সোজা চলে যায় কল্যাণের দিকে। রেলের কর্মীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনটিকে দ্রুত কল্যাণ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিছুক্ষণ পর এই ট্রেনটি ডিভা স্টেশনে ফিরে আসে। পরে আবার আসল গন্তব্যে নিয়ে যাওয়া হয় ট্রেন। এই ত্রুটির কারণে, ট্রেনটির গন্তব্যে পৌঁছতে ৯০ মিনিট দেরি হয়েছে।

রেল আধিকারিকদের মতে, এই ট্রেনটি ডিভা-পানভেল রুটে যাওয়ার কথা ছিল। কিন্তু এই ট্রেনটি সকাল ৬টা ১০ মিনিটে ডিভা স্টেশনের সামনে কল্যাণের দিকে মোড় নেয়। সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা জানিয়েছেন, সিগন্যালে ত্রুটির কারণে এই বিশৃঙ্খলা প্রকাশ্যে এসেছে। আসলে, ডিভা জংশনে ডাউন ফাস্ট লাইন এবং পঞ্চম লাইনের মধ্যে ১০৩ নম্বর পয়েন্টে সিগন্যালিং এবং টেলি যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি ছিল।

ডিভা স্টেশনে ৩৫ মিনিটের জন্য থামে ট্রেনটি। কেন্দ্রীয় রেলের মুম্বই লোকাল ট্রেন পরিষেবাগুলি এর ফলে প্রভাবিত হয়েছে। ২০২৩ সালের জুন মাসে এই সিএসএমটি-মাদগাঁও লাইনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়। নির্ধারিত সময়সূচী অনুসারে, এই ট্রেনটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে সকাল ৫টা ২৫ মিনিটে ছেড়ে যায় এবং একই দিনে দুপুর ১টা ১০ মিনিটে গোয়ার মাদগাঁও পৌঁছয়।