নয়া দিল্লি: আগামী দু’মাসের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করতে পারে ভারতীয় রেল। কতটা দ্রুতগতিতে ছুটতে পারবে সেই ট্রেন, সেই পরীক্ষাই হল এবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্দে ভারত স্লিপার ট্রেনের পরীক্ষার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন করেছেন।
বিভিন্ন গতিতে খালি ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়েছে। এতে ব্রেকিং সিস্টেম, এয়ার সাসপেনশন, কাপলার ফোর্স পরীক্ষা করা হয়। এই ট্রেনটি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চালানো হয়েছে এবং এটির ট্রায়াল একটি বাঁকা ট্র্যাকের ওপর করা হয়েছে। কোটা রেলওয়ে বিভাগের দিল্লি-মুম্বই রেলপথে গত ৩১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়েছে।
অশ্বিনী বৈষ্ণবের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, টেবিলে জল ভর্তি একটি গ্লাস রাখা হয়েছে এবং বন্দে ভারত স্লিপার ট্রেনটি ১৭৮ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলছে। ধীরে ধীরে এই ট্রেনটি ১৮০ কিমি গতিতে পৌঁছয়। তা সত্ত্বেও কাচের গ্লাস থেকে জল পড়েনি এক ফোঁটাও।
Vande Bharat (Sleeper) testing at 180 kmph pic.twitter.com/ruVaR3NNOt
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 2, 2025
এই ট্রেনে থাকবে আরামদায়ক বার্থ, পরিষ্কার এবং আধুনিক টয়লেট, উচ্চ গতির ওয়াই-ফাই, রিডিং লাইট এবং উচ্চগতির মোবাইল চার্জিং পয়েন্টের মতো সুবিধা থাকবে। এই ট্রেনটি শীঘ্রই পুরোপুরি ট্র্যাকে চালু হবে এবং কিছু রুটে চালানো হবে।