হায়দরাবাদ: বেশ কয়েকদিন ধরে জ্বালানির (Fuel Price) ওপর লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছিল। পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছিল। মধ্যবিত্তের সুরাহার জন্য শনিবারই পেট্রোলের ওপর সাড়ে ৯ টাকা এবং ডিজেলের ওপর ৭ টাকা দাম কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্র দাম কমাতেই বিভিন্ন অ-বিজেপি রাজ্যে জ্বালানির ওপর ভ্যাট কমানোর দাবিতে সরব হয়েছে বিজেপি। রবিরার টিআরএস শাসিত তেলঙ্গানার কেসিআর সরকারের বিরুদ্ধে এক অভিনব কায়দার বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। জ্বালানির ওপর আমদানি শুল্ক হ্রাসের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবিতে দুধ ঢেলে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিজেপি। সে রাজ্যের বিজেপি নেতা কর্মীদের দাবি, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়েরও (K Chandrasekhar Rao) জ্বালানির ওপর ভ্যাট কমানো উচিত। পেট্রোল-ডিজেলের ওপর ভ্যাট কমানোর প্রতিবাদে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর ছবির ওপর মদ ঢেলে প্রতিবাদ করেন বিজেপি নেতা কর্মীরা।
গোটা দেশে জ্বালানির ওপর বসানো ভ্যাটের নিরিখে তেলঙ্গানা দ্বিতীয় স্থানে রয়েছে। সে রাজ্যের বিজেপি সভাপতি বন্দি সঞ্জয় কুমার জ্বালানির দাম কমানোর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তেলঙ্গানার বিজেপি সভাপতি বলেন, “কেন্দ্রের কোষাগারে ১ লক্ষ কোটি টাকার ঘাটতি হওযা সত্ত্বেও গরিব মানুষের সুরাহার কথা ভেবে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।”
কেন্দ্রের বিজেপি সরকারের প্রশংসা করা পাশাপাশি টিআরএস সরকারকে নিশানা করেন সঞ্জয় কুমার। তাঁর অভিযোগ, তেলঙ্গানার টিআরএস সরকার পেট্রোলে প্রতি লিটারে ৩০ টাকার বেশি ভ্যাট নিচ্ছে। কুমারের অভিযোগ, বিগত ৮ বছর ধরে পেট্রোল থেকে ভ্যাটের নামে সরকার ৬৫ হাজার কোটি টাকা ভ্যাট আদায় করেছে। ২০২৪ নির্বাচনের কথা মাথায় রেখে গোটা দেশের অবিজেপি সমমনোভাবাপন্ন দলগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন কেসিআর। কেসিআরের সেই উদ্যোগকেও কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি।