CP Radhakrishnan: হাজারো ব্যস্ততার মাঝেও মায়ের আশীর্বাদ নিতে ছুটলেন উপরাষ্ট্রপতি, জিতে নিলেন সবার মন
CP Radhakrishnan in Tamil Nadu: মঙ্গলবার উপরাষ্ট্রপতি জনগণের কাছে আর্জি জানান বিকশিত ভারত ২০৪৭-র অংশ হতে। কোয়েম্বাটোরে সিটিজেন ফোরামে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতি বলেন যে দেশের উন্নতিতে শিরদাঁড়া হলেন কৃষক ও শিল্পকেন্দ্রের কর্মীরা।

চেন্নাই: ব্যস্ত শিডিউল। তাও মায়ের জন্য সময় বের করে ছুটলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। আশীর্বাদ নিলেন মায়ের পা ছুঁয়ে। তাঁর এই মানবিক দিক মন ছুঁয়েছে সকলের। অনেকেই প্রশংসা করেছেন তাঁর এই পদক্ষেপের।
তামিলনাড়ুর তিরুপুরে বাড়ি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের। মঙ্গলবার হাজারো কর্মব্যস্ততার মাঝে তিনি দেখা করতে যান নিজের মায়ের সঙ্গে। এক্স হ্যান্ডেলে তিনি ছবি পোস্ট করে বলেন, “তিরুপুরে মায়ের আশীর্বাদ নিলাম”। মায়ের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি।
Blessed to get the blessings of my mother today at Tiruppur. pic.twitter.com/9D8VtpiAld
— CP Radhakrishnan (@CPR_VP) October 28, 2025
কমিউনিটি আউটরিচ প্রোগ্রামে ব্যস্ত উপরাষ্ট্রপতি। সেই ব্যস্ত শিডিউল থেকেই কিছুটা সময় বের করে তিরুপুরে নিজের বাড়িতে যান। তাঁর এই সরলতা ও মানবিক দিক দেখে অনেকেই প্রশংসা করেছেন।
মঙ্গলবার উপরাষ্ট্রপতি জনগণের কাছে আর্জি জানান বিকশিত ভারত ২০৪৭-র অংশ হতে। কোয়েম্বাটোরে সিটিজেন ফোরামে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতি বলেন যে দেশের উন্নতিতে শিরদাঁড়া হলেন কৃষক ও শিল্পকেন্দ্রের কর্মীরা। তাদের মিলিত শক্তিতেই দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করেন। তিনি বলেন, “আধুনিকতা শ্রমকে বাদ দেয় না, বরং বাড়িয়ে দেয়।”
