Vice President Election 2022: সোমে মনোনয়ন জমা দেবেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ধনখড়, রাজ্যপাল পদে আজই দিতে পারেন ইস্তফা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 17, 2022 | 8:35 PM

Jagdeep Dhankhar: এদিন বেলা ১২টায় সংসদ ভবনে এই মনোনয়ন জমা দেবেন তিনি।

Vice President Election 2022: সোমে মনোনয়ন জমা দেবেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ধনখড়, রাজ্যপাল পদে আজই দিতে পারেন ইস্তফা
এনডিএ'র রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়। ছবি ANI

Follow Us

নয়াদিল্লি: সোমবারই সংসদ ভবনে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন জগদীপ ধনখড়। তিনিই এনডিএ’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। এদিন বেলা ১২টায় সংসদ ভবনে এই মনোনয়ন জমা দেবেন তিনি। সূত্রের খবর, রবিবার রাতেই হয়ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। হিসাবমতো রাষ্ট্রপতির কাছেই ইস্তফা দেওয়ার কথা রাজ্যপালের। এই মুহূর্তে জগদীপ ধনখড় দিল্লিতেই আছেন। তাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফা জমা দিতে পারেন তিনি।

প্রসঙ্গত, সোমবারই রাষ্ট্রপতি নির্বাচন। ২১ জুলাই ফল ঘোষণা। এনডিএ এবার তাদের রাষ্ট্রপতি পদের জন্য বেছে নিয়েছে দ্রৌপদী মুর্মুকে। বিরোধীদের মুখ যশবন্ত সিনহা। অন্যদিকে এনডিএ উপরাষ্ট্রপতি হিসাবে দেখতে চায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে। বিরোধীদের মুখ মার্গারেট আলভা। উল্লেখযোগ্যভাবে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন জানিয়েছে বাংলার শাসকদল তৃণমূল। তবে মার্গারেট আলভা অর্থাৎ বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন নিয়ে এখনও মুখ খোলেনি ঘাসফুল শিবির।

শনিবারই রীতিমতো চমকে দিয়ে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। জেপি নাড্ডা বলেন, “আমাদের কিসান পুত্র শ্রী জগদীপ ধনখড় জী আমাদের উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হয়েছেন।” ধনখড় আইনজীবী। চাষবাসের সঙ্গে যোগ নেই। তবু তাঁর কৃষকপুত্র পরিচয়কে তুলে ধরা হয়েছে এদিন। এই পরিচয়কে তুলে ধরে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অন্যদিকে জগদীপ ধনখড় জাঠ সম্প্রদায়। রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও পশ্চিম উত্তর প্রদেশে প্রায় ৫০ লোকসভা কেন্দ্রে জাঠ নির্বাচনের নির্ণায়ক। গতবার তারা বিজেপির পাশে থাকলেও কৃষি আইন বাতিলের দাবির আন্দোলনে সেই পাশে থাকা ধাক্কা খায়। রাজনৈতিকমহলের মতে, জাঠ-কৃষকপুত্র ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করে সেই ক্ষত কি সারাইয়ের চেষ্টা করা হল?

Next Article