Vice President of India: ‘কৃষকদের জন্য ২৪ ঘণ্টা দরজা খোলা রয়েছে’ বার্তা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

Dec 02, 2024 | 6:49 PM

Vice President of India: এন এ নিলসেন তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। কেন জানেন?

Vice President of India: কৃষকদের জন্য ২৪ ঘণ্টা দরজা খোলা রয়েছে বার্তা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
Image Credit source: PTI

Follow Us

‘আমাদের ইতিহাসকে হেরফের করে কয়েকজনের একচেটিয়া আধিপত্য তৈরি করা হয়েছে’ সোমবার হঠাৎই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের গলায় শোনা গেল এমন সুর। কিন্তু কেন জানেন? সোমবার নয়াদিল্লিতে রাজা মহেন্দ্র প্রতাপের ১৩৮ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভারত মন্ডপমে একটি অনুষ্ঠানে যোগ দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

সেখানেই বক্তব্য রাখার সময় রাজা মহেন্দ্র প্রতাপ সমন্ধে তিনি জানান, রাজা মহেন্দ্র প্রতাপ ছিলেন একজন জন্মগত কূটনীতিক, রাষ্ট্রনায়ক, দূরদর্শী জাতীয়তাবাদী। তিনি বলেন, “রাজা মহেন্দ্র প্রতাপ জাতীয়তাবাদ, দেশপ্রেম, দূরদৃষ্টি প্রদর্শনের মাধ্যমে জাতির জন্য কী করা যায় তার উদাহরণ দিয়েছেন।”

এরপরেই তিনি বলেন,”আমাদের ইতিহাসের বই আমাদের বীরদের প্রতি অবিচার করেছে। আমাদের ইতিহাস হেরফের করা হয়েছে। কয়েকজনের একচেটিয়া অধিকার তৈরি করেছে যে তারা আমাদের স্বাধীনতা অর্জন করেছে। এটা আমাদের বিবেকের ওপর অসহ্য যন্ত্রণা।”

এই দিন খানিকটা ক্ষোভ প্রকাশ করেই যেন তিনি বলেন, “কী ট্র্যাজেডি! স্বাধীনতার ৭৫ বছরেও মহান এই মহান ব্যক্তির কীর্তিকে স্বীকৃতি দিতে ব্যর্থ। আমাদের স্বাধীনতার ভিত্তি রাজা মহেন্দ্র প্রতাপ সিং এবং তাঁর মতো বহু নেপথ্য নায়কের আত্মত্যাগের উপর তৈরি।”

তিনি আরও বলেন, “এন এ নিলসেন তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। কেন জানেন? দক্ষিণ আফ্রিকায় গান্ধীর প্রচারে তার ভূমিকার জন্য। ”

এ দিন ভারতের বিকাশের জন্য কৃষকদের বিকাশের গুরত্বের কথাও তুলে ধরেন তিনি। উপরাষ্ট্রপতি ধনখড় বলেন, “২০৪৭ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা পেতে হলে আমাদের কৃষকদের সন্তুষ্ট করতে হবে। আমি আমার কৃষক ভাইদের আহ্বান জানাই যে, আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমেই এদেশের সমস্যার সমাধান হবে। আমার দরজা কৃষকদের ২৪*৭ খোলা রয়েছে।”

Next Article