নয়া দিল্লি: রাখিবন্ধন উৎসব মূলত সম্প্রীতির উৎসব। তবে একই ভাবে এই দিনটার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে থাকে ভাই-বোনের ভালবাসার বন্ধনও। দেশজুড়ে তাই রাখির দিন বোন তার ভাই বা দাদার হাতে বেঁধে দেয় এই মঙ্গল সুতো। ভাইয়ের সর্বাঙ্গীন সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে সে। অন্যদিকে ভাইও প্রতিশ্রুতি দেয়, জীবনের সবটুকু দিয়ে তাকে রক্ষা করবে আজীবন। এ এক পবিত্র দিন। রবিবার রাখির দিন দেশের উপরাষ্ট্রপতির স্মৃতিতেও ভেসে উঠল ‘বোনের’ মুখ। টুইটারে সে মুহূর্তই শেয়ার করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ সেদিন রাখি বেঁধে দিয়েছিলেন তাঁর হাতে।
সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ রবিবার একটি টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে বেঙ্কাইয়া নাইডুর হাতে রাখি বেঁধে দিচ্ছেন সুষমা স্বরাজ। অন্য একটি ছবিতে মঙ্গলটিকা পরিয়ে দিচ্ছেন ভাইকে। ছবিটির ক্যাপশনে বাসুরি লেখেন, ‘কিছু বন্ধন এতটাই মধুর আর দৃঢ় হয় তাতে সময় কোনও চিড় ধরাতে পারে না। সকলকে রাখিবন্ধনের শুভ কামনা।’ বাসরির এই টুইটটিই রিটুইট করেন বেঙ্কাইয়া নাইডু।
২০১৯ সালের ৬ অগস্ট প্রয়াত হন সুষমা স্বরাজ। দীর্ঘ রাজনীতি জীবন তাঁর। বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে রাজনীতির পথ চলা অনেকটাই। কিন্তু রাজনীতির আঙিনার এই পরিচিতি একটা সময় সেই পরিসরকে ছাপিয়ে গিয়েছিল। ভাই বোনের এই সম্পর্কের ছবিটা রাখির দিন আবারও ভেসে উঠল সোশ্যাল মিডিয়ার দৌলতে। সেই ছবির প্রশংসা করেছেন নেটিজেনও।
Couldn’t agree more Bansuri Beta.. some bonds transcend time… Dearly miss my sister Sushma Ji, especially today. https://t.co/18RKVEwjmK
— Vice President of India (@VPSecretariat) August 22, 2021
রাখী বন্ধনের শুভেচ্ছা!
রাখীবন্ধনের মাধ্যমে ভাই ও বোনের মধ্যে গভীর ভালোবাসা ও সম্মানের বন্ধন উদযাপিত হয়। আসুন, আমরা এই পবিত্র দিনে মহিলাদের মর্যাদা রক্ষা আর তাঁদের জন্য সবসময় সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করি। #Rakhi #Bengali
— Vice President of India (@VPSecretariat) August 22, 2021
Happy Rakshabandhan!#Rakshabandhan is a celebration of the special and deep-rooted bond of love and respect between brothers and sisters. On this auspicious day, let us resolve to uphold the dignity of women and ensure a safe environment for them at all times. #Rakhi #Rakhi2021
— Vice President of India (@VPSecretariat) August 22, 2021
এর আগে শনিবারই বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সঙ্গে রাখি উৎসব পালন করেন উপরাষ্ট্রপতি। ভারতের সনাতনী পরিবারের যে ঐতিহ্য, রীতি রেওয়াজ তার প্রশংসা করেন। তিনি বলেছিলেন, এই পরিবারই বয়ষ্কদের সম্মান করতে শেখায়, মানুষকে ভালবাসতে শেখায়। সকলে মিলেমিশে থাকার প্রথম শিক্ষা পরিবার থেকেই আসে। বাংলা, হিন্দি, কন্নড়, তেলুগু, মালয়ালম, তামিল, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবী, ওড়িয়া-সহ ১৩টি ভাষায় রাখিবন্ধনের শুভেচ্ছা জানান তিনি। আরও পড়ুন: ভোল বদলাচ্ছে চেনা রাজধানী এক্সপ্রেস, অত্যাধুনিক ট্রেনেই শিয়ালদহ-হাওড়া থেকে দিল্লি সফর