Johannesburg: মাটির তলায় তীব্র বিস্ফোরণে ফেটে গেল রাস্তা, উল্টে গেল গাড়ি! দেখুন ভিডিয়ো
Johannesburg suspected gas explosion: এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৪৮ জন গুরুতর আহত হয়েছেন। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
জোহানেসবার্গ: ব্যস্ত রাস্তায় কোথাও কিছু নেই, আচমকা বিস্ফোরণে ফেটে গেল পিচের ঢালাই, উল্টে গেল বেশ কয়েকটি যানবাহন! বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ভিড়ে ঠাসা এক ব্যস্ত সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৪৮ জন গুরুতর আহত হয়েছেন। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে, সন্দেহ করা হচ্ছে, রাস্তাটির নীচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপে বিস্ফোরণ ঘটেই এই বিপত্তি ঘটেছে। এদিকে ওই এলাকায় আরও একটি বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়, জোহানেসবার্গের ব্রী স্ট্রিটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের আগে থরথর করে মাটি কাঁপছিল। তারপরই এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ব্রী স্ট্রিটের একটি অংশের পিচ ফেটে যায়, উল্টে যায় গাড়ি। বিস্ফোরণের মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, আচমকা রাস্তাটি লম্বালম্বিভাবে ফেটে যাচ্ছে। বিস্ফোরণের অভিঘাতে, রাস্তার উপর থাকা গাড়িগুলি ছিটকে পড়ে। ঘটনাস্থলের আরও যে সমস্ত ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট তরা হয়েছে, সেগুলিতে দেখা যাচ্ছে রাস্তাটির মাঝখানে বিশাল ফাটল এবং গর্ত তৈরি হয়েছে। গাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এলাকাটি দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র।
¡Impactante! ?Una explosión subterránea de gas dejó como saldo un muerto y 48 heridos en #Johannesburg, #Sudáfrica ? Las calles de la zona se abrieron y los vehículos se elevaron | #Mundo pic.twitter.com/fnM77XAvvs
— RETO diario (@retodiariomx) July 21, 2023
জোহানেসবার্গ অবস্থিত দক্ষিণ আফ্রিকার গৌতেং প্রদেশে। প্রদেশের প্রধান পানিয়াজা লেসুফি বলেছেন, “ব্রী স্ট্রিটের ভবনগুলি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” তিনি আরও জানান, বিস্ফোরণে অন্তত ২৩টি গাড়ির ক্ষতি হয়েছে। ব্রী স্ট্রিটকে এখনও ‘ঝুঁকিপূর্ণ এলাকা’ হিসাবে বিবেচনা করা হচ্ছে। জরুরী পরিষেবা সংস্থাগুলির সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে। আশপাশের ভবনগুলির বাসিন্দাদের আপাতত সেখান থেকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংলগ্ন বেশ কয়েকটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে।
A suspected underground gas explosion during the evening rush hour ripped open roads and flipped more than 20 cars in Johannesburg, South Africa, injuring at least nine people, authorities said
Read more: https://t.co/rT4OYEOIV4 pic.twitter.com/27RsNdzrcD
— RT (@RT_com) July 20, 2023
গ্যাস পাইপে বিস্ফোরণ বলে সন্দেহ করা হলেও, সত্যি সত্যিই শহরের ভূগর্ভস্থ পাইপের কোনও ফাটল দেখা দিয়েছিল, না অন্য কোনও কারণে এই বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ নির্ধারণে বেশ কয়েকজন বিশেষজ্ঞকে ডাকা হয়েছে। স্থানীয় গ্যাস সরবরাহকারী সংস্থা, ‘ইগোলি গ্যাস’ বলেছে, তাদের একটি পাইপে একটি ছোট ফুটো খুঁজে পাওয়া গিয়েছে। তবে তাদের মতে, তা থেকে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা কম। দক্ষিণ আফ্রিকান কর্তৃপক্ষ, সংস্থাটিকে ওই এলাকায় তাদের অন্যান্য পাইপগুলি পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।