Uttarakhand Cloudburst: ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে, হড়পা বানের জেরে আটকে প্রায় ২০০ জন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 07, 2023 | 2:24 PM

হড়পা বানের পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন তাঁরা। বৃহস্পতিবার থেকেই উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে।

Uttarakhand Cloudburst: ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে, হড়পা বানের জেরে আটকে প্রায় ২০০ জন
উত্তরাখণ্ডে ভয়াবহ বৃষ্টি

Follow Us

পিথোরাগড়: ফের ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি হল উত্তরাখণ্ডে। এর জেরে হড়পা বান দেখা দিয়েছে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। ওই জেলার ধরচুলার চাল গ্রামে শুক্রবার মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে। এর জেরে স্থানীয় একটি ব্রিজ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। হড়পা বানে জেরে আটকে পড়েছেন প্রায় ২০০ জন। এর মধ্য স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। এর জেরে ব্যাপক অসুবিধায় পড়েছেন সেখানকার মানুষ। হপড়া বানের একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

 

হড়পা বানের পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন তাঁরা। বৃহস্পতিবার থেকেই উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবারই উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল এবং গুজরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। তার পরদিনই ঘটল এই ঘটনা।

 

এই সপ্তাহের শুরুতে অতিবৃষ্টির জেরে উত্তরাখণ্ডে ২ জন ব্যক্তির মৃত্যু হয়েছিল। ওই রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি রয়েছে। হঠাৎ প্রচুর বৃষ্টির জেরে হড়পা বান, ভূমিধসের ঘটনা ঘটেছে। অনেক রাস্তাঘাটও বন্ধ হওয়ার খবর মিলেছে। বৃষ্টির জেরে নদীগুলিও ফুঁসছে। পরিস্থিতির উপর নজর রাখতে কন্ট্রোল রুম খুলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

Next Article