Woman Abused: ভিডিয়ো: কলতলার ঝগড়া! বৃদ্ধাকে মাটিতে ফেলে মুখে লাথি প্রতিবেশীর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 16, 2023 | 8:18 PM

Uttar Pradesh: মাটিতে পড়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর মুখের উপর বেশ কয়েক বার লাথি মারলেন অভিযুক্ত ব্যক্তি। অসহায় ভাবে কাঁদতে থাকলেন ওই বৃদ্ধা।

Woman Abused: ভিডিয়ো: কলতলার ঝগড়া! বৃদ্ধাকে মাটিতে ফেলে মুখে লাথি প্রতিবেশীর
বৃদ্ধা লাথি মারছেন অভিযুক্ত ব্যক্তি

Follow Us

বালিয়া: কল থেকে জল নেওয়া ঘিরে অশান্তির সূত্রপাত। সেখান থেকেই প্রতিবেশী বৃদ্ধার সঙ্গে ঝগড়া শুরু হয়েছিল এক ব্যক্তির। সেই ঝগড়া চরমে উঠতেই ওই বৃদ্ধার গায়ে ওই ব্যক্তি হাত তোলেন বলে অভিযোগ। ওই ব্যক্তি ঠেলে মাটিতে ফেলে দেন বৃদ্ধাকে। তার পর লাথি মারতে থাকেন। মাটিতে পড়ে থাকা অবস্থাতেই বৃদ্ধার মুখেও একাধিক বার লাথি মারতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। এই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো দেথে আঁতকে উঠেছেন নেটিজেনরা। এক জন বৃদ্ধাকে এ ভাবে হেনস্থার জন্য অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মুখর তাঁরা। উত্তর প্রদেশের বালিয়া জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বুধবার সকালে ঘটেছে নিগ্রহের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে জল ভরতে গিয়েছিলেন ওই মহিলা। সে জন্য জলের কলে পাইপ লাগাচ্ছিলেন তিনি। সে সময়ই ওই ব্যক্তির সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় বলে অভিযোগ। এর পরই ওই ব্যক্তি আক্রমণ করে বসেন বৃদ্ধাকে। মাটিতে ফেলে বৃদ্ধাকে তিনি মারছেন, তা দেখা গিয়েছে ছড়িয়ে পড়া ভিডিয়োয়। সেখানে দেখা যাচ্ছ, মাটিতে পড়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর মুখের উপর বেশ কয়েক বার লাথি মারলেন অভিযুক্ত ব্যক্তি। অসহায় ভাবে কাঁদতে থাকলেন ওই বৃদ্ধা। সেই ভিডিয়ো দেখা গিয়েছে, অন্য প্রতিবেশীরা অভিযুক্তকে থামানো চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই তিনি থামছেন না।

 

এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে দুই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বৃদ্ধাকে নিগ্রহের জেরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এক অফিসার।

Next Article