মুম্বই : কাঁধই অ্যাম্বুলেন্স! হ্যাঁ, বাস্তবিক ছবিটা অনেকটা সেরকমই। আর এই ছবি ধরা পড়ল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের জনজাতি অধ্যুষিত গ্রাম পালঘরের ঘটনা। তথাকথিত সুবিধাভোগী নাগরিক জীবনের আলো এখনও পর্যন্ত পৌঁছোয়নি এই জনজাতিদের কাছ অবধি। হাসপাতাল ও রাস্তাঘাটের মতো সুবিধা পান না। তাই কাঁধে করে, নদীর পার করে চিকিৎসার জন্য যেতে হয় দূর-দুরান্তে।
৪০ বছরের লক্ষ্মী ঘাটাল। সম্প্রতি এক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার পড়ে। তারপরই কিছু না ভেবেই লক্ষ্ণী দেবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৎপর হন পালঘর গ্রামের স্থানীয় বাসিন্দারা। কিন্তু হাঁটার মতো পরিস্থিতিতে ছিলেন না তিনি। তাই অন্য পথের খোঁজ করতে হয় গ্রামবাসীদের। স্থানীয়রা কাপড় ও বাঁশ দিয়ে স্ট্রেচার বানান। সেই হাতে তৈরি স্ট্রেচারে করে কাঁধে নিয়েই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশে রওনা দেন স্থানীয়রা।
ये तस्वीर देश के सबसे विकसित राज्यों में से एक महाराष्ट्र के पालघर जिले की जव्हार तहसील की है!!
जहां इतने सालों में विकास नही पहुंचा है।
नतीजा गांववालों को एक बीमार महिला को झोली में उठाकर पैदल ही नदी पार करना पड़ा। @PalgharCEO @collectorpal @mieknathshinde @ndtvindia pic.twitter.com/cHW8jDOIR2— sunilkumar singh (@sunilcredible) July 23, 2022
এইভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, কাঁধে করে নদী পেরিয়ে অসুস্থ লক্ষ্মী দেবীকে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। প্রায় ৭ কিলোমিটারের রাস্তা। তার মধ্যে ৩ কিলোমিটার চড়াই যেতে হয়েছে তাঁদের। তার মধ্য়ে প্রবল স্রোতের নদী ও পিচ্ছিল পথও পার করতে হয়েছে তাঁদের। তবে এই ছবিটা নতুন নয়। গ্রামাঞ্চলে এইভাবে কাপড়ে করেই রোগীদের হাসপাতাল অবধি পৌঁছে দেওয়ার ছবি আগেও দেখা গিয়েছে।