পুণে: মহারাষ্ট্রের পুণে শহরের ব্যস্ত রাস্তা। যানবাহন ও পথচারীদের ভিড় রয়েছে সেখানে। সেই ব্যস্ত রাস্তাতেই এক যুবতীকে হাতে কাটারি নিয়ে তাড়া করছেন এক যুবক। তাড়া করে কাটারি দিয়ে যুবতীকে কোপও মেরেছেন ওই যুবক। এই রকম ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায়। তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। যদিও সেখানে উপস্থিত লোকজন ওই যুবককে ধরে ফেলেন। এবং তাঁকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। পুণের সদাশিব পীঠ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটারি হাতে যুবতীকে হামলায় অভিযুক্ত যুবকের নাম শান্তনু লক্ষ্মণ যাদব। ২০ বছরের প্রীতি রামচন্দ্র নামের এক কলেজ ছাত্রীর উপরে হামলা চালিয়েছিলেন তিনি। এই ছাত্রীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক বেশ কয়েক দিন ধরে প্রীতিকে উত্যক্ত করছিলেন। প্রীতি তাঁকে পাত্তা না দেওয়ায় হামলা চালায় বলে অভিযোগ।
সিসিটিভি ক্যামেরার ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবকের বাইকে চেপে যাচ্ছিলেন ওই ছাত্রী। অভিযুক্ত সেই বাইক থামান। এর পর নিজের ব্যাগ থেকে কাটারি বের করে ভয় দেখান বাইকচালক যুবককে। তখন পালিয়ে যান তিনি। ভয়ে প্রীতিও দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখনই প্রীতিকে তাড়া করেন অভিযুক্ত। কিছু দূর গিয়ে কোপ মারেন প্রীতিকে। সেই আঘাতে মাটিতে পড়ে যান তিনি। সে সময় সেখানে উপস্থিত কয়েক জন এগিয়ে গিয়েছিলেন, কিন্তু তখন তাঁদের দিকে কাটারির কোপ মারতে উদ্যত হন অভিযুক্ত। এর জেরে পিছুও হটেন তাঁরা। যদিও পরে অভিযুক্তকে ধরে ফেলতে সমর্থ হন তাঁরা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
Video: Machete In Hand, Man Chases, Attacks Woman In Pune https://t.co/hgsu5BvoBm pic.twitter.com/dWxc7qouyl
— NDTV (@ndtv) June 27, 2023
ঘটনা নিয়ে পুণের ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ সিং গিল জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। ওই যুবতী ঘাড়ে, হাতে চোট পেয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার। তবে চিকিৎসাধীন থাকলেও এখন ওই ছাত্রী বিপন্মুক্ত বলে জানিয়েছেন তিনি।