ভোপাল: থানায় ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল এক দল উত্তেজিত জনতার বিরুদ্ধে। থানা আক্রমণ করে কর্তব্যরত পুলিশকর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। জেলে আটক থাকা ডাকাতিতে অভিযুক্ত তিনজনকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে অভিযুক্তরা। সেই সঙ্গে থানাতেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। জনতার মারে আহত পুলিশকর্মীরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনা ধরা পড়েছে থানায় থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো দেখা যাচ্ছে, কী ভাবে তাণ্ডব চালানো হচ্ছে থানার ভিতরে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের বুরহানপুর জেলায়। সে জেলার নেপানগর থানায় ঘটেছে এই ঘটনা।
জানা গিয়েছে, মধ্য প্রদেশের পুলিশ দিন কয়েক আগে গ্রেফতার করেছিল হেমা মেঘওয়াল নামের এক ডাকাতকে। হেমার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তার নামে ৩২ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। তখনও হেমা ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। সেই অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল পুলিশকে। জঙ্গল দখলকারীদের সঙ্গে সংঘর্ষও হয়। সেই দখলকারীরাই এ দিন থানায় হামলা চালিয়েছে বলে অভিযোগ।
শুক্রবার রাত ৩টে নাগাদ প্রায় ৫০ জনের একটি দল হামলা চালায় থানায়। সে সময় থানায় ছিলেন ৪ পুলিশকর্মী। লাঠি, রড, বাঁশ নিয়ে আক্রমণকারীরা তাঁদের ব্যাপক মারধর করে। তার পর লক আপ থেকে ছাড়িয়ে নেয় হেমা-সহ তিন ডাকাতকে। ঘটনার জেরে আহত পুলিশকর্মীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলাকারীদের পিছনে রাজনৈতিক মদত থাকার অভিযোগও উঠেছে।
#Burhanpur Nepanagar police station was attacked by 50 people, the attackers rescued their 3 companions and took them away
#MadhyaPradesh #PoliceStation #Attacker #CCTV #CrimeNews pic.twitter.com/oJqM8mmI5w
— Siraj Noorani (@sirajnoorani) April 8, 2023
এ বিষয়ে মধ্য প্রদেশের বনমন্ত্রী বিজয় শাহ বলেছেন, “বন্দুক দিয়ে জঙ্গলকে নিরাপত্তা দেওয়ার বিরোধী আমরা। জঙ্গর যাঁরা থাকছেন তাঁরা না বিদেশি না আমাদের শত্রু। জমির লোভে তাঁরা আইনকে নিজের হাতে তুলে নিয়েছেন। তাঁদের বোঝানোর চেষ্টা চলছে। তাঁরা যদি না শোনে তখন কড়া ব্যবস্থা নেওয়া হবে।”