Video: কামড়ে সাত মাসের শিশুর অন্ত্র বের করে আনল পথ-কুকুর, বিক্ষোভের মুখে নয়ডা কর্তৃপক্ষ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 18, 2022 | 7:48 PM

Noida Dog Bite: নয়ডার এক অভিজাত হাউজিং কমপ্লেক্সের ভিতরে এক পথকুকুরের হামলায় ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হল এক সাত মাস বয়সী শিশুর। মঙ্গলবার (১৮ অক্টোবর), বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।

Video: কামড়ে সাত মাসের শিশুর অন্ত্র বের করে আনল পথ-কুকুর, বিক্ষোভের মুখে নয়ডা কর্তৃপক্ষ
নয়ডার অভিজাত হাউজিং কমপ্লেক্সের বাইরে বিক্ষোভ

Follow Us

নয়া দিল্লি: সোমবার, নয়ডার এক অভিজাত হাউজিং কমপ্লেক্সের ভিতরে এক পথকুকুরের হামলায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এক সাত মাস বয়সী শিশু। মঙ্গলবার (১৮ অক্টোবর), শিশুটির মৃত্যু হয়েছে। আর তারপরই ক্ষুব্ধ বাসিন্দারা এদিন সকাল থেকে ওই হাউজিং সোসাইটির বাইরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পথকুকুরদের জন্য ক্রমে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে বারবার জানানোর পরও এই বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি স্থানীয় পৌর সংস্থা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সূত্রপাত হয় সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ। নয়ডার সেক্টর ১০০-এর লোটাস বুলেভার্ড সোসাইটি প্রাঙ্গনে শিশুটির উপর হামলা করেছিল পথকুকুরটি। শিশুটির বাবা-মা দুজনেই ওই হাউজিং সোসাইটিতে নির্মাণকর্মী হিসেবে কাজ করছিলেন। শিশুটি তাঁদের কাছাকাছিই ঘুমিয়ে ছিল। ওই অবস্থাতেই তার উপর হামলা করেছিল কুকুরটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশুটির অন্ত্র কামড়ে বের করে এনেছিল হিংস্র কুকুরটি।


এরপর, শিশুটিকে নয়ডার যথার্থ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাতেই অস্ত্রোপচার করা হয়। কিন্তু, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শিশুটির মৃত্যু হয়। এরপরই এই ঘটনার বিষয়ে পুলিশ একটি জেনারেল ডায়েরি নথিভুক্ত করা হয়। এরপরই, হাউজিং সোসাইটির বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। একদল মহিলা হাউজং সোসাইটির বাইরে রাস্তায় অবস্থানে বসেন। নয়ডার স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।


নয়ডা কর্তৃপক্ষ জানিয়েছে, কুকুরের কামড়ের ঝুঁকি কমাতে আমরা আবাসিক সমিতি এবং কুকুর আশ্রয়কেন্দ্রগুলির সঙ্গে সমন্বয় সাধনের চেষ্টা করা হচ্ছে। নয়ডায় আগামী একমাসের মধ্যে ৪টি কুকুর আশ্রয়কেন্দ্র তৈরি করা হবে। তবে এই আশ্বাসে শান্ত হতে পারছেন না বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতি মাস দুই অন্তর অন্তরই এরকম একটি করে ঘটনা ঘটে চলেছে।

Next Article