নয়া দিল্লি: গণপরিবহনে যাতায়াত করলে নিত্য়দিনই নতুন কিছু না কিছু নজরে পড়ে। কখনও বসার আসন নিয়ে দুই যাত্রীর মধ্যে বচসা, আবার কখনও প্রেম। জন্মদিন থেকে আইবুড়োভাত-লোকাল ট্রেনে এই সব অনুষ্ঠানই পালিত হতে দেখা গিয়েছে। তবে বিগত কিছু সময় ধরেই চর্চায় বাস বা ট্রেন নয়, বরং রয়েছে মেট্রো। আরও স্পষ্টভাবে বলতে গেলে দিল্লি মেট্রো। একেক ‘নমুনা’কে দেখা যায় দিল্লি মেট্রোয়। কখনও বিকিনি পরে মেট্রো সফর করেন মহিলা যাত্রী, আবার কখনও মেট্রোর ভিতরে বসেই সবজি কাটতে দেখা যায়। এবার ভাইরাল হল মেট্রোর ভিতরে মারপিটের ভিডিয়ো। এক যুবক ও বৃদ্ধের মধ্যে তুমুল মারপিট বাধল চলন্ত মেট্রোতেই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, বেশ কয়েকজন জটলা করে রয়েছেন মেট্রোর ভিতরে। দুইপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ চলছে। হঠাৎই মারপিট শুরু হয়ে যায়। এক বৃদ্ধকে মারতে শুরু করে যুবক। প্রথমে চড়-চাপড় দিয়ে শুরু হয়। তারপর ওই যুবক ঘুসি চালাতেও শুরু করে। আশেপাশের যাত্রীরা দুইজনকে থামানোর চেষ্টা করেন। কিন্তু কোনও পক্ষই থামতে রাজি নয়।
একদিকে যেমন বৃদ্ধ ওই যুবকের শার্টের কলার মুঠোয় আঁকড়ে রেখেছেন, অন্যদিকে ওই যুবককে সরানোর চেষ্টা করা হলেও সে অনবরত হাত চালিয়ে যাচ্ছে। শেষ অবধি কয়েকজন যাত্রী মিলে ওই যুবককে ধাক্কা মেরে উল্টোদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজন ধমকও দেন। পরে ওই যুবক ও বৃদ্ধ-দুজনকেই মেট্রো থেকে বের করে নিয়ে যেতে দেখা যায়।
দিশা সেহরাওয়াত নামক এক যুবতী ইন্সটাগ্রামে ওই ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োর পাশে ক্য়াপশনে লিখেছেন, “দিল্লি মেট্রোয় আপনাদের স্বাগত”। ইতিমধ্যেই লক্ষাধিক ভিউ হয়েছে ওই ভিডিয়োয়। নেটিজেনরা নানা মজার কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, “চিপস নিয়ে দুইজন মারপিট করছেন”, কেউ আবার দুঃখ প্রকাশ করে লিখেছেন, “আমি যখন মেট্রোয় চড়ি, তখন কেন এইধরনের মজাদার কিছু হয় না?”