Pralhad Joshi in Rajya Sabha: বিকশিত ভারত আমাদের লক্ষ্য, শক্তি বিকাশ আমাদের মিশন: প্রহ্লাদ জোশী

Aug 06, 2024 | 10:22 PM

Pralhad Joshi in Rajya Sabha: রাজ্যসভায় প্রহ্লাদ জোশী বলেন, ২০২১ সালে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছিলেন, সেই মতো ২০৩০ সালের মধ্যে নন-ফসিল সোর্স থেকে ৫০০ গিগা ওয়াট (GW) বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে কেন্দ্রের নতুন ও পুনর্নবীকরণযোগ্য মন্ত্রক। কেন্দ্রের ৯টি অগ্রাধিকারের মধ্যে শক্তি সুরক্ষা একটি বলে এদিন রাজ্য়সভায় বলে প্রহ্লাদ জোশী।

Pralhad Joshi in Rajya Sabha: বিকশিত ভারত আমাদের লক্ষ্য, শক্তি বিকাশ আমাদের মিশন: প্রহ্লাদ জোশী
রাজ্যসভায় প্রহ্লাদ জোশী

Follow Us

নয়াদিল্লি: দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে পুনর্নবীকরণযোগ্য শক্তি আর বিকল্প নয়। এটা এখন প্রয়োজনীয়। মঙ্গলবার রাজ্যসভায় বললেন নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেন, বিশ্বের বড় বড় অর্থনৈতিক দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তি সেক্টরের বৃদ্ধিতে ভারত অন্যতম দেশ। উন্নত দেশগুলির সঙ্গে কড়া টক্কর দিচ্ছে ভারত। আর এই প্রসঙ্গেই এদিন রাজ্যসভায় তিনি বলেন, “বিকশিত ভারত আমাদের লক্ষ্য। আর শক্তি বিকাশ আমাদের মিশন।”

এদিন রাজ্যসভায় প্রহ্লাদ জোশী আরও বলেন, ২০২১ সালে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছিলেন, সেই মতো ২০৩০ সালের মধ্যে নন-ফসিল সোর্স থেকে ৫০০ গিগা ওয়াট (GW) বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে কেন্দ্রের নতুন ও পুনর্নবীকরণযোগ্য মন্ত্রক। কেন্দ্রের ৯টি অগ্রাধিকারের মধ্যে শক্তি সুরক্ষা একটি বলে এদিন রাজ্য়সভায় বলে প্রহ্লাদ জোশী। তিনি বলেন, চলতি বাজেটে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বরাদ্দ দ্বিগুণ করেছে কেন্দ্র। গত বছর ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার ২০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৪ সাল থেকে এই দশ বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ১৬৫ শতাংশ বেড়েছে। ২০১৪ সালে যা ছিল ৭৬.৩৮ গিগা ওয়াট। দশ বছর পর তা বেড়ে ২০৩.১ GW হয়েছে। এই প্রথম অ-জীবাশ্ম জ্বালানি উৎস থেকে দেশে ২০০ GW-র বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, সৌরশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই দশ বছরে। ২০১৪ সালের মার্চে ২.৮২ গিগা ওয়াট ছিল। ২০২৪ সালের জুনে তা বেড়ে হয়েছে ৮৫.৪৭ গিগা ওয়াট। প্রায় ৩০ গুণ বেড়েছে।

বিরোধীদের কটাক্ষ করে রাজ্যসভায় প্রহ্লাদ জোশী বলেন, “যাঁরা স্বপ্নের কথা বলেন, তাঁদের জানা দরকার ২০১৪ সাল থেকে দেশে দুঃস্বপ্ন শেষ হয়ে গিয়েছে। আমরা শুধু স্বপ্ন দেখি না, তাকে বাস্তবায়িতও করি।” পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টিকে আক্রমণ করে প্রহ্লাদ জোশী বলেন, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক গতকাল পুনর্নবীকরণযোগ্য শক্তিতে চিনের অগ্রগতি নিয়ে প্রশংসা করেছেন। তারা নাকি জিরো থেকে হিরো হয়েছে। চিন কেন তাঁদের হিরো? নিজের বক্তব্যে কংগ্রেসকেও কটাক্ষ করেন প্রহ্লাদ জোশী।

Next Article