AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral: চপ্পল দেখিয়ে প্রতিবাদ মিছিল হচ্ছিল, জুতোই চুরি করে নিয়ে চলে গেল লোকজন!

Protest: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। দেখা যাচ্ছে, একেক ব্যক্তি তিন থেকে পাঁচ জোড়া জুতো নিয়ে যাচ্ছেন। কেউ কেউ তো আবার গোটা বস্তা নিয়েই চলে যান জুতো বিক্রির জন্য।

Viral: চপ্পল দেখিয়ে প্রতিবাদ মিছিল হচ্ছিল, জুতোই চুরি করে নিয়ে চলে গেল লোকজন!
জুতো নিয়ে চলে যাচ্ছেন সাধারণ মানুষ।Image Credit: X
| Updated on: Aug 14, 2025 | 11:19 AM
Share

জয়পুর: ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যায়। অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন স্থানীয় বিধায়ক। হাজার হাজার এলাকাবাসীও জমায়েত হয়েছিলেন বিধায়কের সমর্থনে। জুতো নিয়ে প্রতিবাদ মিছিল হচ্ছিল, কিন্তু মিছিল শেষ হতে হতে দেখা গেল, জুতো আর ফেরত এল না। লোকজন প্রতিবাদ করতে এসে, বস্তা বন্দি করে জুতো নিয়ে চলে গেল!

রাজস্থানের হনুমানগড়ে স্থানীয় বিধায়ক গনেশ রাজ বনসল বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেছিলেন। দলের তরফেই জুতো, চটি সরবরাহ করা হয়েছিল মিছিলে সামিল ব্যক্তিদের। বস্তায় করে জুতো আনা হয়েছিল। তবে অনেকেই আবার বাড়ি থেকে জুতো আনায়, অতিরিক্ত জুতোর প্রয়োজন পড়েনি। আর এই সুযোগই নেন পথচলতি কয়েকজন ব্যক্তি। তারা যেন ওৎ পেতে বসেছিলেন, সুযোগ পেতেই বস্তা থেকে জুতো নিয়ে পালিয়ে যান তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। দেখা যাচ্ছে, একেক ব্যক্তি তিন থেকে পাঁচ জোড়া জুতো নিয়ে যাচ্ছেন। কেউ কেউ তো আবার গোটা বস্তা নিয়েই চলে যান জুতো বিক্রির জন্য।

এদিকে, বিধায়ক মিছিল নিয়ে বিদ্যুৎ দফতরের সামনে পৌঁছতেই পুলিশ তাদের আটকে দেন। বিধায়ক গনেশ রাজ বনসল বলেন, “বিদ্যুৎ দফতরের কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ দেখাতে এসেছি। এই গরম, প্যাচপ্যাচে আবহাওয়ায় সাধারণ মানুষের কষ্ট বুঝছে না বিদ্যুৎ দফতর। আমাদের অভিযোগের সঠিক সময়ে সমাধান করতে হবে। সাধারণ মানুষের সমস্যা সমাধান হচ্ছে না, তাই আমরা চপ্পল হাতে তুলে নিয়েছি। এর পরেরবার বিদ্যুৎ বিভাগের মাথায় এই জুতো ছুড়ে মারব।”