Viral Video : মালপত্রে ঠাসা, শেষমেশ এইভাবে চালালেন বাইক, হা করে দেখল নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 23, 2022 | 12:56 PM

Viral Video : তেলঙ্গনার একটি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে এক ব্যক্তি মালপত্র বোঝাই স্কুটারের শেষপ্রান্তে প্রায় ঝুলে থেকে স্কুটি চালাচ্ছেন। এই ভিডিয়ো টুইট করে তেলঙ্গনার পুলিশ সচেতনতার বার্তা দিয়েছে।

Viral Video : মালপত্রে ঠাসা, শেষমেশ এইভাবে চালালেন বাইক, হা করে দেখল নেটপাড়া
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

হায়দরাবাদ : রাস্তা-ঘাটে বা হাইওয়েতে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক বা লড়ির ছবি প্রায়সই দেখা যায়। এদিকে এরকম যে স্কুটারের ক্ষেত্রেও হতে পারে তা ধারণা করতে পারেননি অনেকেই। স্কুটারের পিছনে মাল বোঝাই করে যেতে দেখা গিয়েছে আগেও। কিন্তু তেলঙ্গনার রাস্তায় ধরা পড়ল একটু ভিন্ন ছবি। স্কুটারে মালপত্রের জন্য চালকের প্রায় জায়গা মেলেনি বলা চলে।

সম্প্রতি তেলঙ্গনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি স্কুটারের সামনের চাকার উপর বস্তা বাঁধা, পা রাখার জায়গাতেও রয়েছে কয়েকটি বাক্স। চালকের জায়গায় চালক নেই রয়েছে বেশ কয়েকটি মালপত্র। আর স্কুটারের একদম শেষ প্রান্তে কোনওরকমে ঝুলে রয়েছেন স্কুটার চালক। রাস্তায় পা ঠেকে যাওয়ার জোগাড়। কিন্তু কোনওরকমে গুটিয়ে রেখেছেন পদযুগল। আর এরকম এই যাই সেই যাই পরিস্থিতিতে বহাল তবিয়তে চলছে স্কুটারটি। এতটা ঝুঁকি নিয়ে ট্রাফিক নিয়ম ভেঙে স্কুটি চালাচ্ছেন তিনি। কিন্তু মাথায় দিব্যি হেলমেটও রয়েছে। এক টুইটার ব্য়বহারকারী এই ভিডিয়ো টুইট করে রসিকতা করে তাতে লিখেছেন, ‘আমার ৩২ জিবি ফোনের মতো অবস্থা,যার মধ্যে ৩১.৯ জিবি ডাটায় ভর্তি।’

এই টুইটার ব্যবহারকারীর পোস্টটি তেলঙ্গনা পুলিশের নজরে আসে। তেলঙ্গনা পুলিশের তরফে এই পোস্টটি শেয়ার করে সকল জনসাধারণকে সচেতন করা হয়। তেলঙ্গনা পুলিশ টুইটে জানিয়েছে, ‘মোবাইল খারাপ হয়ে গেলেও সেইখান থেকে ডাটা পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু জীবন তা নয়…তাই জনসাধারণের কাছে আমাদের আবেদন নিজেদের ও অন্যদের জীবন ঝুঁকিতে ফেলা বন্ধ করুন।’ এদিকে নেটমাধ্যমে ইতিমধ্যেই এই ভিডিয়ো নিয়ে সাড়া পড়ে গিয়েছে। কেউ কেউ বিভিন্নতা রসিকতা করেছেন। আবার কেউ ক্ষোভ উগরে দিয়েছেন এই ব্যক্তির উপর। একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘ভাল ছেলে হেলমেট পরে নিয়ম মেনে চলছেন।’ একজন লিখেছেন, ‘ব্যাটমোবাইলের থেকে অনুপ্রাণিত।’ আবার একজন লিখেছেন, ‘তাঁকে অনুগ্রহ করে জরিমানা করুন। ব্যবসায়ীরা টাকার ভাষাই ভাল বোঝেন। যদি মোটা অঙ্কের জরিমানা করা হয় তাহলে আমৃত্যু তিনি তা ভুলবেন না।’

 

Next Article