ভদোদরা: সুসজ্জিত মঞ্চ। মঞ্চে গান গাইছেন গায়িকা। রাতভর গানের অনুষ্ঠান হয়েছে। প্রচুর মানুষের ভিড়ও হয়েছিল। গুজরাতি গায়ক গীতা রাবারির গান গেয়েছেন সেই অনুষ্ঠানে। গীতার গান শুনে মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শক ও আয়োজকরা। গীতা গান গাওয়ার সময়ই তাঁর গানের অনুগারীদের একাংশ উঠে আসেন মঞ্চে। সেখানে গীতার চারিদিকে দাঁড়িয়ে পড়েন তাঁরা। তার পর নগদ টাকা ওড়াতে শুরু করেন। ৫০, ১০০, ২০০, ৫০০, ২০০০ টাকার নোট ওড়ানো শুরু হয়। এ ভাবে প্রায় ৪ কোটি টাকা ওড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। গুজরাতের কচ্ছের রাপারে হয়েছিল এই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ ভাবে টাকা ওড়ানোর যৌক্তিকতা নিয়েও উঠছে প্রশ্ন। নেটিজেনদের একাংশ ঘটনার সমালোচনায় সরব।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে বসে গান গাইছেন গীতা রাবারি। নিজেই বাজাচ্ছেন হারমোনিয়াম। তাঁর চারিদিকে দাঁড়িয়ে বেশ কয়েক জন ব্যক্তি। তাঁদের প্রত্যেকের হাতেই রয়েছে টাকার বান্ডিল। তা থেকেই টাকা বের করে গায়িকার চারিদিকে ছুড়ে দেওয়া হয়েছে। গীতার চারিদিকে পড়ে রয়েছে রাশি রাশি নোট। ফোক, ভজন-সহ বিভিন্ন রকমের গান গেয়েছেন ওই গুজরাতি গায়িকার গান মুগ্ধ করেছিল উপস্থিত দর্শকদের।
It rained notes in Kutch, and 4 crores 50 lakh rupees were blown in the concert of folk singer Geeta Rabari. #Viralvideo #India pic.twitter.com/WOXLPjYTNK
— Talora Maahi (@TaloraMaahi) April 10, 2023
গুজরাতের ফোক গানে গীতা রাবারির উল্লেখযোগ্য অবদান রয়েছে। গোটা দেশেই রয়েছে তাঁর অগণিত ভক্ত।