পটনা: খোলা মাঠে টেনে হিঁচড়ে আনা হচ্ছে এক কিশোরীকে। তাকে মাটিতে ফেলে একের পর এক লাথি মারছে এক কিশোর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। অনেকে আবার হিন্দি গানও বসিয়ে দিয়েছেন ওই ভিডিয়োর উপরে, যেখানে ওই কিশোরীকেই ‘বিশ্বাসঘাতক’ বলে অ্যাখ্যা দেওয়া হচ্ছে। ভাইরাল এই ভিডিয়ো দেখে অনেকে মজা পেলেও, মুখ্যমন্ত্রীর নজরে তা পড়তেই তিনি গোটা বিষয়ের তদন্তের নির্দেশ দিলেন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলায়। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কড়া নির্দেশের পরেই আটক করা হয় ১৬ বছরের ওই কিশোরকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুল ইউনিফর্ম পরা ওই কিশোরীকে টেনে হিঁচড়ে মাঠের মধ্যে নিয়ে আসছে এক কিশোর। তার পরনে সাধারণ জামা। মেয়েটিকে মাঠে ফেলে দিয়ে ক্রমাগত লাথি মারতে থাকে ওই কিশোর। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো আপলোড হতেই তা ভাইরাল হয়ে যায়।
রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের চোখেও পড়ে ওই ভিডিয়ো। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে গোটা ঘটনাটি খতিয়ে দেখার এবং যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দেন। ওই কিশোরী সম্পর্কেও খোঁজ নিতে বলেন মুখ্য়মন্ত্রী।
পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে এবং কিছুক্ষণের মধ্য়েই ওই পড়ুয়াকে আটক করা হয়। জানা গিয়েছে, ওই কিশোর নবম শ্রেণির পড়ুয়া। দুমকা জেলার বাসিন্দা ওই কিশোর। জানা গিয়েছে, নির্যাতিতা একজন আদিবাসী কিশোরী। ওই কিশোরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলেই জানা গিয়েছে। কোনও কারণে বচসা হওয়ায় কিশোর তার প্রেমিকাকে মারধর করতে শুরু করে। বাকি বন্ধুরা সেই ভিডিয়ো রেকর্ড করে। ঘটনাটি ১৫ দিন আগে ঘটেছে বলে জানা গিয়েছে। তবে সম্প্রতিই তা ভাইরাল হয়।