এই নাকি শিক্ষা! ক্লাসরুমে নাক ডাকাচ্ছেন শিক্ষিকা, পালা করে হাওয়া করছে খুদেরা, ভিডিয়ো দেখলে গা রি রি করবে…

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 29, 2024 | 8:21 AM

Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে এক শিক্ষিকা ক্লাসরুমে ঘুমোচ্ছেন। তাঁকে পালা করে হাওয়া করছে তিন খুদে পড়ুয়া।

এই নাকি শিক্ষা! ক্লাসরুমে নাক ডাকাচ্ছেন শিক্ষিকা, পালা করে হাওয়া করছে খুদেরা, ভিডিয়ো দেখলে গা রি রি করবে...
ক্লাসে ঘুমোচ্ছেন শিক্ষিকা, হাওয়া করছে পড়ুয়ারা।
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: সন্তান যাতে সঠিক শিক্ষা পায়, তার জন্যই স্কুলে পাঠান মা-বাবারা। চোখ বুঝে ভরসা করেন শিক্ষক-শিক্ষিকাদের উপরে। কিন্তু স্কুলের ভিতরে কী চলছে, তা কী অভিভাবকেরা জানেন? সেখানে আদৌ লেখাপড়া শিখছে তো সন্তান নাকি তাদের দিয়ে বেগার খাটাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা? এমনই প্রশ্ন তুলে দিচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। কী এমন রয়েছে ওই ভিডিয়োয়?

সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে এক শিক্ষিকা ক্লাসরুমে ঘুমোচ্ছেন। তাঁকে পালা করে হাওয়া করছে তিন খুদে পড়ুয়া। জানা গিয়েছে ভিডিয়োটি উত্তর প্রদেশের আলিগড়ের একটি সরকারি প্রাথমিক স্কুলের।

আলিগড়ের গোকুলপুরের একটি প্রাথমিক স্কুলে শিক্ষিকা ডিম্পল বনসল এই কাণ্ড ঘটিয়েছেন। দুই মিনিটের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসরুমে মেঝেতে মাদুর বিছিয়ে ঘুমোচ্ছেন শিক্ষিকা। তাঁকে হাতপাখা দিয়ে হাওয়া করছে এক ছাত্রী। কিছুক্ষণ পর আরেক ছাত্রী এসে সেই ফ্যান নিয়ে হাওয়া করতে শুরু করে। বাকি পড়ুয়ারা চুপচাপ ক্লাসে বসেছিল, যাতে শিক্ষিকার ঘুমে ব্যাঘাত না হয়।

এই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। এরপরই সাসপেন্ড করে দেওয়া হয় ওই শিক্ষিকাকে। জেলার এডুকেশন অফিসার রাকেশ কুমার সিং জানিয়েছেন, গোটা বিষয়টির তদন্ত করা হবে এবং যথাযথ পদক্ষেপ করা হবে।

Next Article