লখনউ: সন্তান যাতে সঠিক শিক্ষা পায়, তার জন্যই স্কুলে পাঠান মা-বাবারা। চোখ বুঝে ভরসা করেন শিক্ষক-শিক্ষিকাদের উপরে। কিন্তু স্কুলের ভিতরে কী চলছে, তা কী অভিভাবকেরা জানেন? সেখানে আদৌ লেখাপড়া শিখছে তো সন্তান নাকি তাদের দিয়ে বেগার খাটাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা? এমনই প্রশ্ন তুলে দিচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। কী এমন রয়েছে ওই ভিডিয়োয়?
সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে এক শিক্ষিকা ক্লাসরুমে ঘুমোচ্ছেন। তাঁকে পালা করে হাওয়া করছে তিন খুদে পড়ুয়া। জানা গিয়েছে ভিডিয়োটি উত্তর প্রদেশের আলিগড়ের একটি সরকারি প্রাথমিক স্কুলের।
#UttarPradesh: Female Teacher Caught Sleeping While Students Fan Her in #Aligarh School, Investigation Launched After Video Goes Viral. #EducationForAll #India #UP #Gold #CRPF #teacherlife #studentlife pic.twitter.com/SX61ztmyrr
— Lokmat Times Nagpur (@LokmatTimes_ngp) July 27, 2024
আলিগড়ের গোকুলপুরের একটি প্রাথমিক স্কুলে শিক্ষিকা ডিম্পল বনসল এই কাণ্ড ঘটিয়েছেন। দুই মিনিটের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসরুমে মেঝেতে মাদুর বিছিয়ে ঘুমোচ্ছেন শিক্ষিকা। তাঁকে হাতপাখা দিয়ে হাওয়া করছে এক ছাত্রী। কিছুক্ষণ পর আরেক ছাত্রী এসে সেই ফ্যান নিয়ে হাওয়া করতে শুরু করে। বাকি পড়ুয়ারা চুপচাপ ক্লাসে বসেছিল, যাতে শিক্ষিকার ঘুমে ব্যাঘাত না হয়।
এই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। এরপরই সাসপেন্ড করে দেওয়া হয় ওই শিক্ষিকাকে। জেলার এডুকেশন অফিসার রাকেশ কুমার সিং জানিয়েছেন, গোটা বিষয়টির তদন্ত করা হবে এবং যথাযথ পদক্ষেপ করা হবে।