রাজপথে রাতারাতি হাজির জাহাজের কন্টেনার! মুখ ঢাকল লালকেল্লা, কিন্তু কেন?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 08, 2021 | 2:33 PM

চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল থেকে লালকেল্লায় যে ভাঙচুরের ঘটনা হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই অতিরিক্ত সুরক্ষা নেওয়া হবে স্বাধীনতা দিবসে।

রাজপথে রাতারাতি হাজির জাহাজের কন্টেনার! মুখ ঢাকল লালকেল্লা, কিন্তু কেন?
লালকেল্লার সামনে রাখা কন্টেনার।

Follow Us

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসের আগেই মুখ ঢাকল লাল কেল্লা। এ দিন সকালে আচমকাই দেখা যায় শিপিং কন্টেনারের (Shipping Containers) লাইন লেগেছে দিল্লির লালকেল্লা(Red Fort)-র সামনে। একটির উপর আরেকটি কন্টেনার চাপিয়ে প্রাচীরের মতো ঘিরে দেওয়া হয়েছে লালকেল্লা। কিন্তু কেন?

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়েই এ বার অতিরিক্ত সুরক্ষার ব্য়বস্থা নেওয়া হয়েছে। এছাড়াও জম্মু-কাশ্মীরে গত জুন মাস থেকেই যে ড্রোন হামলা ও নজরদারি চালানোর ঘটনা ঘটছে, সেই বিষয়টি মাথায় রেখেও অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনীতে প্রাচীন লালকেল্লাকে ঘিরে ফেলা হয়েছে।

প্রতি বছরই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী। এ বছরও একইভাবে অনুষ্ঠান পরিচালনার পরিকল্পনা রয়েছে। কিন্তু চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল থেকে লালকেল্লায় যে ভাঙচুরের ঘটনা হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই অতিরিক্ত সুরক্ষা নেওয়া হবে স্বাধীনতা দিবসে। তবে দৃষ্টিকটু যাতে না লাগে, সেই কারণে কন্টেনারগুলিকে রঙ করে সাজানো হবে বলে জানিয়েছে পুলিশ।

চলতি বছরের জানুয়ারি মাসেই প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লি সীমানায় আন্দেলনকারী কৃষকরা ট্রাক্টর মিছিল বের করেন। কিন্তু কিছুদূর এগোনোর পরই পুলিশি নিরাপত্তা ভেঙেই কৃষকরা লালকেল্লার দিকে রওনা দেয়। কিছু আন্দোলনকারী লালকেল্লায় ভাঙচুর চালায়, জাতীয় পতাকা নামিয়ে ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরই গোটা দিল্লি উত্তপ্ত হয়ে ওঠে।  আরও পড়ুন: ‘কোভিশিল্ড-কোভ্যাক্সিনের মিশ্রণে বিপদ নয়, মিলছে অধিক সুরক্ষাই’ দাবি আইসিএমআরের গবেষণায় 

Next Article