সম্প্রতি কেরলে ওয়াটার মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরের সঙ্গে দ্বীপগুলির সংযোগ স্থাপনের জন্যই এই জলযান চালু করা হয়েছে। মোট ১০টি আইল্যান্ডকে যুক্ত করা হচ্ছে এই ওয়াটার মেট্রোর মাধ্য়মে। শুরুতেই রেকর্ড গড়ল সেই জলযান। প্রথম দিনই এই ওয়াটার মেট্রোতে সফর করেছেন ৬ হাজারের বেশি মানুষ। মনে করা হচ্ছে, এত সস্তায় এই যানে যাতায়াত করা যায় বলেই এটি আকর্ষণের এঅন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। এই ওয়াটার মেট্রোতে কী কী আছে জেনে নিন।
ওয়াটার মেট্রোতে যাতায়াতের খরচ খুবই কম। সে কারণেই প্রথম দিন এতে চেপেছিলেন ৬ হাজার ৫৫৯ জন। এর ন্যুনতম ভাড়া ২০ টাকা। এছাড়া নিত্যযাত্রীরা সারা মাসের জন্য মান্থলি বা উইকলি পাস কিনে নিতে পারেন।
দেশের প্রথম ওয়াটার মেট্রো শুধুমাত্র সস্তাই নয়, পরিবেশ বান্ধবও বটে। এটি ব্যাটারিতে চলে। এর ফলে পরিবেশে কোনও দূষণের সম্ভাবনা থাকে না। লিথিয়াম টিটানেট স্পাইনেল ব্য়াটারি দিয়ে চালানো হয় এই ওয়াটার মেট্রো। এছাড়া এতে চাপলে ওয়াটার ক্রুজে চড়ার অভিজ্ঞতাও পেতে পারেন যাত্রীরা। এটি পুরোপুরি এসি। এর মধ্যে ল্যাপটপ বা মোবাইলে চার্জ দেওয়ার জায়গাও রয়েছে।
এই ওয়াটার মেট্রোতে ১০০ জন যাতায়াত করতে পারেন একসঙ্গে। ৫০ জন বসতে পারবেন ও ৫০ জনকে দাঁড়িয়ে যাতায়াত করতে হবে। মেট্রোর মতোই ঘোষণা করা হয় সময়। যাত্রীদের দেওয়া হয় লাইফ জ্যাকেট। তবে মেট্রোতে যাতায়াত করার সময় কেউ কোনও খাবার খেতে পারবেন না।