Water: জল আমাদের ভেজায়, নিজে কি ভেজে?

Feb 12, 2024 | 1:47 PM

Water: সাধারণত আমরা জানি, জল যেই স্থানে পড়ে সেই জায়গাটি আর্দ্রতায় ভরে যায়। আসলে জল অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। অক্সিজেন যেহেতু আদ্র। সেই কারণে জলেও আর্দ্রতা তৈরি করে। অক্সিজেনেরই তরল রূপ হল জল। সেই কারণে জল নিজে কখনও ভেজে না।

Water: জল আমাদের ভেজায়, নিজে কি ভেজে?
জল আমাদের ভেজায়, নিজে কি ভেজে?
Image Credit source: pixabay

Follow Us

পৃথিবীর তিনভাগ জল। একভাগ স্থল। একথা সবার জানা। জলই জীবন। জল শুধুমাত্র আমাদের বেঁচে থাকার জন্যই প্রয়োজনীয় নয়,কোনও কিছু ভেজাতেও জলের ব্যবহার করা হয়। যেমন ধরুন স্নান করতে,কাপড় ধোয়া বা কোনও কিছু পরিষ্কার করার জন্যও জলের ব্যবহার করা হয়। অর্থাৎ জল যেখানে পড়ে সেই জায়গা ভিজে যায়। জল কিন্তু নিজে আর্দ্র নয়, এরপরও কীভাবে ভিজিয়ে দেয় আমাদের? ভেবে দেখেছেন কখনও?

সাধারণত আমরা জানি, জল যেই স্থানে পড়ে সেই জায়গাটি আর্দ্রতায় ভরে যায়। আসলে জল অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। অক্সিজেন যেহেতু আর্দ্র। সেই কারণে জলেও আর্দ্রতা তৈরি করে। অক্সিজেনেরই তরল রূপ হল জল। সেই কারণে জল নিজে কখনও ভেজে না।

বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন, যে জল নিজেই ভেজা নয়, তবে অন্যদের ভেজা হওয়ার অভিজ্ঞতা দিতে পারে। জল যখন তরল আকারে থাকে, তখন এর অণুগুলি অল্প দূরত্বে থাকে। তবে তাপমাত্রার সংস্পর্শে এলে এর প্রতিফলন ঘটে। কিন্তু এটা কি জানেন, জল সব কিছুকে ভেজাতে পারে না? উদাহরণস্বরূপ, প্লাস্টিককে জল দিয়ে ভেজানো যায় না। সামগ্রিকভাবে, আর্দ্রতা আসলে জলের একটি গুণ নয়, এটি কেবল একটি অনুভূতি। যখন জলের সঙ্গে আমাদের স্পর্শ হয় তখন আমরা সেটি অনুভব করতে পারি।

Next Article