WB Panchayat Polls 2023: অধীরের কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলায় রাজ্যের হয়ে সওয়াল করবেন মনু সিঙ্ঘভি? অস্বস্তিতে হাত শিবির

Sudeshna Ghoshal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 19, 2023 | 1:47 PM

WB Panchayat Polls 2023: বাংলার সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত নির্বাচন করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি তুলে হাইকোর্টে মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মামলা করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

WB Panchayat Polls 2023: অধীরের কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলায় রাজ্যের হয়ে সওয়াল করবেন মনু সিঙ্ঘভি? অস্বস্তিতে হাত শিবির
শীর্ষ আদালতে পঞ্চায়েত মামলায় কি মনু সিঙ্ঘভি?

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ, সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, আজ শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হতে পারে। যদিও আজই মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। মামলা সুপ্রিম কোর্টে গৃহীত না হলে কমিশন ‘আইনি চাপে’ পড়তে পারে বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। কিন্তু এরই মধ্যে রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির সওয়াল নিয়ে ব্যাপক জলঘোলা তৈরি হয়েছে।

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি যাতে রাজ্যের হয়ে সওয়াল না করেন, তার জন্য আগে থেকেই প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কংগ্রেসের হাই কম্যান্ড চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন, যাতে অভিষেক মনু সিঙ্ঘভি শীর্ষ আদালতে রাজ্যের হয়ে সওয়াল না করেন।

বাংলার সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত নির্বাচন করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি তুলে হাইকোর্টে মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মামলা করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। অধীরের বক্তব্য, তিনি যখন বাংলায় রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছেন, তখন শীর্ষ আদালতে রাজ্যেরই হয়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতার সওয়াল করা নীচু স্তরের কর্মীদের মনোবলে আঘাত আনতে পারে। অভিষেক মনু সিঙ্ঘভি যাতে এই মামলা না লড়েন, তার আর্জি জানিয়েছেন তিনি।

অতীতে দেখা গিয়েছে, রাজ্যের কোনও মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি কিংবা কপিল সিব্বলই সওয়াল করেছেন। এই ধরনের মামলার ক্ষেত্রে অভিষেক মনু সিঙ্ঘভির বক্তব্য ছিল, মামলা লড়া তাঁর পেশা। আর তাঁর রাজনৈতিক পরিচয় তিনি কংগ্রেস নেতা। সেক্ষেত্রে পেশার সঙ্গে রাজনৈতিক পরিচয়কে মেলালে চলবে না।

তবে অধীরের এই চিঠির প্রেক্ষিতে আদৌ তিনি কী সিদ্ধান্ত নেন, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে অধীর চৌধুরী জানিয়েছেন, সিঙ্ঘভি এই মামলা লড়বেন কিনা জানি না। তবে তিনি যে কংগ্রেসের হাই কম্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছেন, তা উল্লেখ করেন। তাছাড়া রাজ্যের আবেদন সুপ্রিম কোর্টে ওঠার আগেই ক্যাভিয়েট দখল করে রেখেছেন অধীর। রাজ্যের হয়ে সওয়াল করতে পারেন আইনজীবী রাজেশ দ্বিবেদীও।

Next Article