নয়া দিল্লি: সোমবার (১৫ নভেম্বর), পরিকাঠামো-সহ জেলা স্তরের বিচারব্যবস্থার সম্পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নয়া প্রধান বিতারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি জেলা স্তরের মহিলা বিচারকের জন্য পৃথক শৌচাগার না থাকার মতো সমস্যার কথা তুলে ধরেন।
প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “আমি জানি জেলা স্তরের মহিলা বিচারকদের কোনও শৌচাগার নেই। তাঁরা সকাল ৮টায় বাড়ি থেকে বের হন। সেই সময় থেকে সন্ধ্যা ৬টায় বাড়ি ফিরে আসার পরই তাঁরা শৌচাগার ব্যবহার করতে পারেন। আমাদের সর্বাগ্রে জেলা স্তরের বিচার বিভাগের চেহারার পরিবর্তন করতে হবে।” একই সঙ্গে বিচারকদের মধ্যে শ্রেণিবিন্যাসের প্রচলিত সংস্কৃতির সমালোচনা করে প্রধান বিচারপতি একে ভারতের ঔপনিবেশিক অতীতের স্মৃতিচিহ্ন বলে উল্লেখ করেছেন। সাংবিধানিক আদালতের বিচারকদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও জানান, ভারতের বিচার ব্যবস্থার ভিত্তি হল জেলা স্তরের বিচার বিভাগ। তাই এই স্তর থেকেই ভারতের নিজস্ব মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভারতের প্রধান বিচারপতির স্থানও জেলা স্তরের বিচারকদের সমান মর্যাদা সম্পন্ন বলেই তিনি দাবি করেন। তিনি আরও বলেন, “বিচারপতি নরসিমার মতো, বারে এমন কিছু বিচারক আছেন যাঁরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে আমাদের সম্বৃদ্ধ করতে পারেন। বিচারপতি বেলা ত্রিবেদীরও জেলা বিচার বিভাগের অভিজ্ঞতা আছে।”
প্রাক্তন প্রধান বিচারপতি ইউইউ ললিত সুপ্রিম কোর্টে মামলাগুলি তালিকাভুক্ত করার যে মসৃণ প্রক্রিয়া চালু করেছেন, তাকেই তিনি এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “তালিকাকরণ প্রক্রিয়ায় আমি প্রযুক্তি ব্যবহার করতে চাই। আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি তৈরি করার চেষ্টা করছি, যাতে একটি প্রাতিষ্ঠানিক পরিবর্তন ঘটে।” তিনি আরও জানিয়েছেন, প্রধান বিচারপতি হিসেবে তিনি প্রশাসনিক কাজের থেকে বিচারের বেশি সময় দেবেন।